নরম দেখে তোয়ালে কিনলেন। কিন্তু বার কয়েক কাচার পরেই মোলামেয় ভাব উধাও হয়ে গেল? ওয়াশিং মেশিনে বার বার কাচা, কড়া সাবানের ব্যবহার, চড়া রোদে তোয়ালে শুকোনোর ফলে এমনটা হয়। মোলায়েম ভাব চলে গিয়ে কর্কশ হয়ে ওঠে তোয়ালে। জল শুষে নেওয়ার ক্ষমতাও কমে যায়। পরিচ্ছন্নতার দিকে নজর দিলে নিয়মিত তোয়ালে কাচা জরুরি। ব্যস্ত জীবনে কাচার জন্য যন্ত্রের ব্যবহারও করতে হবে। তা হলে এই সমস্যার সমাধান কী?
সমাধান হাতের কাছেই
তোয়ালে কাচার সময় সাবান-জলে মিশিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে পাতিলেবুর রস। তাতেই বদল চোখে পড়বে। তোয়ালে নষ্ট হয়ে যাওয়ার আগেই এই ভাবে কাচতে হবে। এতে লাভ হবে তিনটি। তোয়ালে নরম এবং মোলায়েম থাকবে, দ্রুত নষ্ট হবে না আর পাতিলেবুর সুবাসও এতে যোগ হবে।
আরও পড়ুন:
আসলে, লেবুতে রয়েছে অ্যাসিড জাতীয় উপাদান, যা সাবানের ক্ষারের প্রভাবকে কমিয়ে দিতে সাহায্য করে। এর ফলে তোয়ালে নরম থাকে। শুধু তোয়ালে নয়, বিছানার চাদর বা গামছা কাচার ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করতে পারেন।
কতটা দিতে হবে?
অবশ্যই কতগুলি জিনিস কাচা হচ্ছে, তার উপর পরিমাণ নির্ভর করবে। ৩-৪টি বড় তোয়ালে কাচার জন্য ওয়াশিং মেশিনের তরল সাবানে এক কাপের চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। কাচার পর চড়া রোদে না শুকিয়ে হালকা রোদে মেলে দিলে তোয়ালের রংও দীর্ঘ দিন ভাল থাকবে।