Advertisement
০৪ মে ২০২৪
instagram

Instagram Hack: নতুন কাউকে পছন্দ হয়েছে? গোপনে তাঁর ‘ইনস্টাগ্রাম স্টোরি’ দেখবেন কী ভাবে

যদি ইনস্টাগ্রামে কারও অজান্তেই তাঁর স্টোরি দেখতে চান, তবে জানতে হবে কয়েকটি সহজ কৌশল।

গোপনে ইনস্টাগ্রামের স্টোরি দেখার কৌশল।

গোপনে ইনস্টাগ্রামের স্টোরি দেখার কৌশল। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৭:১৪
Share: Save:

প্রিয় জনের সঙ্গে ঝগড়া হয়েছে। অভিমানে মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর দেওয়া স্টোরি দেখার জন্য নিশপিশ করছে হাত। তা হলে করণীয় কী? তাঁর চোখ এড়িয়ে সেই স্টোরি দেখার কি কোনও উপায় আছে?

কয়েকটি সহজ কৌশল জানলে ইনস্টাগ্রামে সহজেই দেখতে পারেন তাঁর স্টোরি। ঘুণাক্ষরেও টের পাবেন না তিনি।

১। এরোপ্লেন মোড

ক) প্রথমে ইনস্টাগ্ৰাম অ্যাপ খুলুন এবং স্টোরিগুলিকে লোড হতে দিন।

খ) যে স্টোরি দেখতে চাইছেন, সেটি এসে গেলে ইনস্টাগ্রাম মিনিমাইজ করে মোবাইলের এরোপ্লেন মোড চালু করুন।

গ) কয়েক সেকেন্ড অপেক্ষা করে ব্যাকগ্রাউন্ড অ্যাপস থেকে ফের ইনস্টাগ্রাম খুলে দেখে নিন পছন্দের স্টোরি।

২। বিকল্প অ্যাকাউন্ট

কেউ চাইলেই ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এই ধরনের কোনও বিকল্প দ্বিতীয় বা তৃতীয় অ্যাকাউন্ট থাকলে সহজেই আপনি নিজের পরিচয় প্রকাশ না করে অন্য কারও স্টোরি দেখতে পারেন। তবে যাঁর স্টোরি দেখছেন, তিনি যদি আগে থেকেই বিকল্প অ্যাকাউন্টগুলির কথা জানেন, তা হলে কাজে লাগবে না এই ফন্দি।

৩। অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইট

নেটে হরেক অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি দেখা যায়। এগুলিকে ‘থার্ড পার্টি অ্যাপ’ বলে। তবে এই ওয়েবসাইটগুলিতে অনেক সময়ে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকে। এই ধরনের অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে কোনও ধরনের পাসওয়ার্ড দেবেন না। অনেক সময়ে এই ধরনের সাইটে বিভিন্ন ধরনের ফাইল আপলোড করতে বলা হয়। কোনও মতেই আপলোড করা চলবে না ফাইল। যাঁরা ব্রাউজার ব্যবহার করছেন, তাঁদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

instagram Insta story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE