বাড়িতে পোষ্য কুকুর আছে? তাকে কী খাওয়াবেন, কী খাওয়াবেন না, কখন কোন টিকা দেবেন— এ সব কিছুর তালিকাই আপনার কাছে রয়েছে। কিন্তু জানেন কি সাধারণ কিছু ফুল থেকে কুকুরের নানা রকম ক্ষতি হয়ে যেতে পারে?
সব ফুল কুকুরের জন্য ক্ষতিকারক নয়। কিন্তু কিছু কিছু ফুল কুকুরের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
লিলি: এই ফুল যে কোনও পোষ্যের জন্যই ক্ষতিকারক। কুকুরের এ থেকে বিষক্রিয়া হতে পারে। বিড়ালের ক্ষেত্রে বিষয়টি প্রাণঘাতীও হয়ে যেতে পারে। তাই বাড়িতে কুকুর বা বিড়াল থাকলে লিলি ফুল না রাখাই ভাল।