Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চুমু খান, অ্যালার্জি কমান!

চুমু খেলেই না কি কমে যাবে অ্যালার্জি! বেশ ‘চমকপ্রদ’ এই আবিষ্কারে বেজায় খুশি ছিলেন জাপানি ডাক্তার হাজিমে কিমিতা। আর এই কিস কা কিসসাই তাঁকে এনে দিল এ বছরের ইগ নোবেল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১২:৪৬
Share: Save:

চুমু খেলেই না কি কমে যাবে অ্যালার্জি! বেশ ‘চমকপ্রদ’ এই আবিষ্কারে বেজায় খুশি ছিলেন জাপানি ডাক্তার হাজিমে কিমিতা। আর এই কিস কা কিসসাই তাঁকে এনে দিল এ বছরের ইগ নোবেল।

ওসাকাতে একটি অ্যালার্জি ক্লিনিক চালান কিমিতা। তাঁর দাবি অ্যালার্জি হলে ওষুধ খাওয়ার বিশেষ দরকার নেই। দরকার নেই ঘ্যাস ঘ্যাস করে হাত-পা চুলকানোরও। ঘরের দরজা বন্ধ করে চালিয়ে দিন হালকা রোম্যান্টিক মিউজিক। তার সঙ্গে মিনিট তিরিশ পার্টনারকে জড়িয়ে ধরে জমাটি চুমু খান। ব্যাস! তা হলেই না কি কেল্লাফতে। ম্যাজিকের মত কমতে শুরু করবে আপনার অ্যালার্জি।

নোবেল জোটেনি তো থোরাই কেয়ার। ইগ-নোবেল পেয়ে বেশ খুশি কিমিতা।

জাপানের লাফটার অ্যান্ড হিউমার স্টাডিসের সদস্য এই ডাক্তার জানিয়েছেন তাঁর এই অনুসন্ধান লোকের কানে পৌঁছেছে, তাতেই তাঁর দিল খুশ।

তবে যতই হাসাহাসি হোক না কেন, তাঁর এই অনুসন্ধানের স্বীকৃতি কিন্তু সব মহল থেকেই মিলেছে।

এমনিতে চুমুর উপকারিতা নিয়ে এখন মেতছে গোটা পৃথিবীর চিকিত্সা বিজ্ঞান। কিমিতার আবিষ্কার যে সেই মাতনে ইন্ধন যোগাবে তা বলাই বাহুল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kiss allergy nobel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE