Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lifestyle News

কোন তিন কারণে শিশুদের মধ্যে বাড়ছে ওবেসিটি?

সারা বিশ্বেই কেন শিশুদের মধ্যে বেড়ে চলছে ওবেসিটির সমস্যা? কেন ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছে কিশোর-কিশোরীরা? মূলত তিনটে বিষয়ই এর প্রধান কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে গর্ভাবস্থায় মায়েদের ধূমপান, সকালে নিয়মিত ব্রেকফাস্ট না করা ও পর্যাপ্ত ঘুমের অভাব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১৫:৩৮
Share: Save:

সারা বিশ্বেই কেন শিশুদের মধ্যে বেড়ে চলছে ওবেসিটির সমস্যা? কেন ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছে কিশোর-কিশোরীরা? মূলত তিনটে বিষয়ই এর প্রধান কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে গর্ভাবস্থায় মায়েদের ধূমপান, সকালে নিয়মিত ব্রেকফাস্ট না করা ও পর্যাপ্ত ঘুমের অভাব। এই তিনটে কারণই শিশুদের ওজন বাড়ার ঝুঁকি বাড়াচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মস্তিষ্কের বিকাশও।

শৈশবে ও কৈশোরে সঠিক মানসিক বিকাশ না হওয়ার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও আত্মমর্যাদার অভাব, খুশি না থাকার সমস্যায় ভোগার প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গেই ধূমপান ও মদ্যপানের নেশাগ্রস্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০০২ সালের জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের ১৯,২৪৪টি পরিবারে জন্মানো শিশুদের নিয়ে এই সমীক্ষা চালায় মিলেনিয়াম কোহর্ট স্টাডি। শিশুদের ৩, ৫ ও ১১ বছর বয়সে তাদের ওজন ও উচ্চতা নিয়ে গবেষণা চালানো হয়।

আরও পড়ুন: আপনার শিশু কি ডব্লিউ পজিশনে বসে? সতর্ক থাকুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Obesity Child Obesity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE