Advertisement
E-Paper

দরজা খোলা পেয়ে রাস্তায় বেরিয়ে তিন পথচারীকে আক্রমণ করল হিংস্র পিটবুল! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির খোলা দরজা দিয়ে কুকুরটি রাস্তায় ছুটে বেরিয়ে আসছে। তিন পথচারীকে দেখেই তেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে সারমেয়টি। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে যান তিন জনই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩
pit bull charges at pedestrians in Florida Beach

—প্রতীকী ছবি।

রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন তিন পথচারী। তাঁদের দেখতে পেয়ে আচমকা তেড়ে এসে আক্রমণ করে বসল একটি পিটবুল। পোষ্য কুকুরের কামড়ে দুই মহিলা ও এক ব্যক্তি মারাত্মক জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ফ্লরিডার রিভেরা বিচের আবাসিক এলাকার ঘটনা। পিটবুলের আক্রমণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির খোলা দরজা দিয়ে কুকুরটি রাস্তা ছুটে বেরিয়ে আসছে। তিন পথচারীকে দেখেই তেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে সারমেয়টি। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে যান তিন জনই। এক জনকে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে দেখা যায়। বাকি দু’জন তাঁকে বাঁচাতে গিয়ে পিটবুলের কামড় খান। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এনজো নামে এক বছর বয়সি কুকুরটি পিটবুল-টেরিয়ারের সংকর প্রজাতির। পোষ্যের মালিক গ্যারাজের দরজা খুলে রেখে বাড়ির ভিতরে ঢুকতেই কুকুরটি দৌ়ড়ে রাস্তায় বেরিয়ে আসে। পুলিশ জানিয়েছে, কুকুরের মালিকের বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরে আক্রমণের ঘটনাটি ঘটেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘কেভানসাবোরি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই সেই ভিডিয়োটি দেখেছেন। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পিটবুলের মালিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। এই ঘটনার পর ‘পাম বিচ কাউন্টি অ্যানিম্যাল কন্ট্রোল’ কুকুরটিকে নিজেদের হেফাজতে রেখেছে। কুকুরটিকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। এক বাসিন্দা জানিয়েছেন যে কুকুরটি ঘটনার কিছু ক্ষণ আগে তাঁর বাবাকে দেখে তেড়ে এসেছিল। অল্পের জন্য সেই আক্রমণ এড়িয়ে যান বৃদ্ধ।

Florida Pitbull Dog Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy