Advertisement
E-Paper

স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি কাটাবে স্মার্ট অ্যাপ!

স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দিতে এসে গিয়েছে ‘লক অ্যান্ড লল’ নামে নতুন একটি অ্যাপ। দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা তৈরি করেছেন অ্যাপটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১৪:৫১
ছবি: গেটি ইমেজেস।

ছবি: গেটি ইমেজেস।

যদি জিজ্ঞেস করা হয় নিজের কোন জিনিস ছাড়া এক পাও চলতে পারেন না? শতকরা একশো জনের মধ্যে নিরানব্বই জনই বলবেন স্মার্টফোন। দিন কে দিন সেই আসক্তি বাড়ছেই। ফোন ছাড়া যেন এক পাও চলছে না আপনার। সময় পেলেই ফোনে খুটুর খুটুর। তা নিয়ে পরিচিত-অপরিচিত প্রত্যেকেই আপনার উপর অসন্তুষ্ট হচ্ছে। চাইলেও আপনি ফোনের ‌অতিরিক্ত আসক্তি কাটাতে পারছেন না।

তা হলে উপায় কী?

আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন এক দল কোরীয় ইঞ্জিনিয়ার। স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দিতে এসে গিয়েছে ‘লক অ্যান্ড লল’ নামে নতুন একটি অ্যাপ। দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা তৈরি করেছেন অ্যাপটি।

কী ভাবে কাজ করবে অ্যাপটি?

নতুন কোন মেসেজ এসেছে কি না, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপডেট করা, সার্চ ইঞ্জিনে নতুন তথ্য পেতে, মেল চেক করার জন্য ঘন ঘন ফোন চেক করে মানুষ। গবেষক দলের প্রধান অধ্যাপক উইচিন লি জানিয়েছেন, এ খানেই অ্যাপটির কেরামতি। ব্যবহারকারীকে একটি নতুন রুম অথবা এখন যে রুমগুলি রয়েছে তাতে যোগ দিতে বলা হবে। শুধু ব্যবহারকারী নিজেই নন এই রুমগুলি ব্যবহার করতে পারবেন তাঁর বন্ধু-বান্ধব পরিচিত সকলেই। অ্যাপটি কার্যকর করতে হলে গ্রুপ লিমিট লক মোডটি অ্যাক্টিভেট করতে হবে। তার পরই কেল্লাফতে। অ্যাপটি অ্যাক্টিভেট করার পর ফোন লক হয়ে গেলে সমস্ত নোটিফিকেশন, অ্যালার্ম মিউট করা থাকবে। অনুমতি পেলে তবেই ফোনটি আনলক করতে পারা যাবে। বিশেষ কোন ক্ষেত্রেই শুধু প্রতি ঘণ্টায় মাত্র মিনিট পাঁচেকের জন্য ফোন ব্যবহার করা যাবে।

কতটা সফল হবে এই প্রচেষ্টা?

হাজার খানেক অংশগ্রহণকারীর উপর পরীক্ষা চালানো হয়েছে। মাস খানেক ধরে চালানো হয়েছে পরীক্ষা। কোরীয় গবেষকদের দাবি, শুধু নির্দিষ্ট স্মার্টফোন ব্যবহারকারীই নয়,অতিরিক্ত আসক্তি ঝেড়ে ফেলতে আশপাশের ফোনের ব্যবহারকারীদেরও উত্সাহিত করবে অ্যাপটি। যাঁদের উপর পরীক্ষা চালানো হয়েছে তাঁদের মধ্যে বেশির ভাগই বলেছেন লক অ্যাপের দৌলতে অন্তত ১০ হাজার ঘণ্টা বেঁচে গিয়েছে তাঁদের। তার ফলে আরও বেশি সময় তাঁরা পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন।

আধুনিক জীবনে অভ্যস্ত বেশির ভাগ জনই যখন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। তখন এই অ্যাপ নিঃসন্দেহে আত্মকেন্দ্রিকতা কমিয়ে পরিবারের মধ্যে ভালবাসা বাড়িয়ে তুলবে। কী বলেন?

পড়ুন: • হাঁটলে এবার টাকা দেবে অ্যাপ!
• স্মার্ট অ্যাপে সুরাহা খুঁজছেন অনেকেই

app smartphone dependency detox
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy