গ্রীষ্মে রোদে ঘোরাঘুরি করলে মাথার যন্ত্রণা হওয়াটা খুব বিরল কিছু নয়। আরও বহু কারণেই মাথাব্যথা নিয়ে জেরবার হন অনেকে। সাইনাস থেকে শুরু করে চোখের পাওয়ারের সমস্যা— নানা কারণেই হতে পারে মাথার যন্ত্রণা।
মাথা বা কপালের যন্ত্রণা বাড়াবাড়ির পর্যায়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ঘরোয়া উপায়ে কমিয়ে ফেলা যায় এই যন্ত্রণা। বাড়িতেই বানিয়ে ফেলা যায় মাথা যন্ত্রণা আটকানোর বাম। কী ভাবে বানাবেন, রইল তার সন্ধান।