Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rules And Regulation

বিমানে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়, কিন্তু জরুরি: বিমান পরিবহণ মন্ত্রক

করোনা নিয়ে নয়া নিয়ম অসামরিক বিমান পরিবহণ সংস্থার। মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়।

বিমানে আর পরতে হবে না মাস্ক।

ছবি- সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:৩৪
Share: Save:

এ বার থেকে বিমানে উঠতে গেলে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা ভাইরাসকে চিরতরে নির্মূল করতে গেলে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

সংক্রমণ থেকে বাঁচতে, গত দু’বছর বিমানে উঠতে গেলে মুখে মাস্ক এবং ‘ফেস শিল্ড’ পরা বাধ্যতামূলক ছিল। কিছু কিছু বিমান সংস্থা বিমানে ওঠার আগেই যাত্রীদের এক বার ব্যবহারযোগ্য মাস্ক, স্যানিটাইজারের পাউচ এবং ‘ফেস শিল্ড’ হাতে ধরিয়ে দিত।

সূত্রের খবর, দেশে কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস এবং সরকারি কোভিড নীতির উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। শুধু যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে বিমানের মধ্যে মাস্ক পরার প্রয়োজনীয়তা ঘোষণা করা হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.০২ শতাংশ। আরোগ্যের হার ৯৮.৭৯ শতাংশ। যা আগের তুলনায় অনেকটাই বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rules And Regulation Flying Rules no mask
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE