মাইলি সাইরাস। ছবি: সংগৃহীত
বর্ষবরণের অনুষ্ঠান চলছিল পুরোদমে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নাচ-গানে মঞ্চ মাতাচ্ছিলেন আমেরিকার জনপ্রিয় তারকা মাইলি সাইরাস। কিন্তু অনুষ্ঠান চলাকালীন আচমকাই বিপত্তি! মঞ্চের মধ্যে পোশাক-বিভ্রাট। হঠাৎ খুলে গেল পরনের জামাটি।
‘মাইলি নিউ ইয়ার ইভ পার্টি’ নামের অনুষ্ঠানে রুপোলি ঝলমলে পোশাকে গান গাইছিলেন মাইলি। সামনে ছিলেন কয়েক হাজার ভক্ত। গাইতে গাইতে হঠাৎই ঊর্ধ্বাঙ্গের পোশাক খুলে যায় তাঁর। কোনও ক্রমে টপটি চেপে ধরে ব্যাক স্টেজে ছুঁটে যান তিনি।
এত কিছু ঘটে গেলেও গান কিন্তু থামাননি মাইলি। সাহসিকতার সঙ্গেই অনুষ্ঠান চালিয়ে যান। গাইতে গাইতে মুহূর্তের মধ্যে মঞ্চে ফিরেও আসেন।
বর্ষবরণের রাতে মাইলির পোশাক-বিভ্রাটের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। অবিশ্বাস্য আত্মবিশ্বাসের জন্য ইতিমধ্যে মাইলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সারা বিশ্বের মানুষ। গোটা বিষয়টি নিয়ে নিজেও বেশ খোলামেলা মাইলি। টুইট করে মাইলি নিজেই জানিয়েছেন, গোটা ঘটনায় একেবারেই অপ্রস্তুত হননি তিনি। প্রতি সেকেন্ডই পুরো উপভোগ করেছেন পুরোমাত্রায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy