Advertisement
০৩ মে ২০২৪

পোকেমন ধরে দিলে মাসমাইনে ২৫০০০

আপনি কি পোকেমন ধরায় দক্ষ? তা হলে আপনার জন্য বাঁধা রয়েছে ২৫ হাজার টাকা মাস মাইনের চাকরি।বছর একুশের রাহুল চক্রবর্তী যে কোনও সাইবার গেমে পটু। কিন্তু পোকেমন ধরতে তাঁর রীতিমতো ঘাম ঝরছে।

তানিয়া বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:৪১
Share: Save:

আপনি কি পোকেমন ধরায় দক্ষ? তা হলে আপনার জন্য বাঁধা রয়েছে ২৫ হাজার টাকা মাস মাইনের চাকরি।

বছর একুশের রাহুল চক্রবর্তী যে কোনও সাইবার গেমে পটু। কিন্তু পোকেমন ধরতে তাঁর রীতিমতো ঘাম ঝরছে। প্রথম কয়েকটি লেভেলে বহু ছোটাছুটির পরে পোকেমন ধরতে পারলেও তার পরের স্তরে পৌঁছে কোনও চরিত্রের হদিস মিলছে না। আবার কখনও তাদের দেখা মিললেও ধরাই দায়। এই ধরতে গিয়ে ফস্কে যাওয়ার গোলকধাঁধা থেকে তাঁকে বার করতে পারেন পেশাদার ‘পোকেমন ক্যাচার’।

এ পেশার কদর এমনই যে ওয়েবসাইটে ‘জব সার্চ’-এ অন্য পেশার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ‘পোকেমন ক্যাচার’-এর চাকরিও। চাকরিপ্রার্থীরা নিজের ফোন নম্বর, ঠিকানা ও ভিডিও গেম সংক্রান্ত জ্ঞান সম্পর্কে বিশদে লিখে পাঠাবেন। এই কাজের জন্য কোনও পূর্ব অভিজ্ঞতার শর্ত না থাকলেও আবেদনকারীদের অবশ্যই শারীরিক ভাবে সক্ষম হতে হবে, জানতে হবে পোকেমনের ব্যাপারে সব তথ্য।

চলতি মাসে প্রকাশিত হওয়ার পরেই সাইবার জগতের জনপ্রিয় গেম ‘পোকেমন গো’ নিত্যদিন ডাউনলোড করছেন অনেকেই। কিন্তু ঠিক মতো খেলতে পারছেন না। মাঝ রাস্তায় জিগলিপাফ কিংবা পিকাচুর মতো নানা পোকেমন চরিত্রকে ধরতে হবে কী ভাবে, তা অনেকেই ঠাহর করতে পারছেন না। আবার এক সঙ্গে অনেকগুলি চরিত্র স্ক্রিনে ফুটে ওঠায় ঠিক কোনটার পিছু নিতে হবে, তা বুঝতেও সময় লাগছে অনেকটা।

ঠিক এখানেই ত্রাতা হয়ে দেখা দিচ্ছেন ‘পোকেমন ক্যাচার’রা। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ ‘পোকেমন ক্যাচার’-এর কাজের জন্য আবেদন করে ফেলেছেন। তবে আবেদনকারীদের মোবাইল নম্বর ও ঠিকানার গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ওয়েবসাইটে পোকেমন ক্যাচারের মাসিক বেতন ২৫ হাজার টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

কী ভাবে কাজ করবেন এই ‘পোকেমন ক্যাচার’রা?

ওয়েবসাইট কর্তৃপক্ষ জানাচ্ছেন, কাজটি অনেকটাই অ্যাপ-নির্ভর লাক্সারি ট্যাক্সি পরিষেবার মতো। অর্থাৎ, যে ভাবে ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ডাকা হয়, তেমনই খেলতে খেলতে মাঝপথে আটকে গেলে বা পোকেমন খুঁজে না পেলে ওই ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় খেলোয়াড়দের লিখতে হবে নিজের প্রয়োজনীয়তা। সেই অনুযায়ী মিলবে ‘পোকেমন ক্যাচার’দের ফোন নম্বর। ‘গেমার’, অর্থাৎ গ্রাহকের প্রয়োজন মতো তাঁর কাছে হাজির হয়ে পোকেমন খুঁজে দেবেন এই ‘ক্যাচার’রা। আর লেভেল পার করতে পারলেই নগদে মাসমাইনে পাওয়া ঠেকায় কার সাধ্যি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pokemon Reward
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE