২৭ জুলাই ২০২৪
Relationship

Female Orgasm: সঙ্গী কিছুতেই সন্তুষ্ট নন? মেয়েদের অর্গ্যাজ়ম নিয়ে ৫টি ভুল ধারণা পাল্টান

মেয়েদের যৌনসুখ এবং অর্গ্যাজ়ম নিয়ে বেশির ভাগ ছেলেরই প্রচুর ভুল ধারণা রয়েছে। হয়তো সেই কারণেই যৌনমিলনের আনন্দ দু’জনে সমান ভাবে উপভোগ করছেন না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৪:০৩
Share: Save:

মেয়েদের শরীর নিয়ে ছেলেরা কি আদৌ সচেতন? তাঁদের যৌনসুখ নিয়ে ধারণাও অনেকের কাছে স্পষ্ট নয়। ক্যালেন্ডার দেখলে জানা যাবে ৩১ জুলাই নাকি অর্গ্যাজ়ম দিবস! এ রকম একটি দিন যে রয়েছে, তা অবশ্য অনেকের কাছেই অজানা। কিন্তু মেয়েদের অর্গ্যাজ়ম নিয়ে যত ভুল ধারণা বেশির ভাগ ছেলেদের মধ্যে রয়েছে, সেগুলি এই দিনে দূর করার সুযোগ নেওয়া যাক।

১। যৌন মিলনেই সব মেয়েদের অর্গ্যাজ়ম সম্ভব

এর চেয়ে ভুল ধারণা আর হতে পারে না। নারী-পুরুষের সঙ্গমেই একমাত্র মেয়েদের অর্গ্যাজ়ম হতে পারে, এমন ধারণা মন থেকে প্রথমেই দূর করুন। ‘ক্লিটোরাল স্টিমিউলেশন’ না হলে অন্তত ৭৫ শতাংশ মেয়েদের যৌন মিলনে অর্গ্যাজ়ম হয় না। তবে এর মানে এই নয়, সঙ্গম তাঁরা উপভোগ করছেন না। মেয়েদের জন্য যৌনসুখ শুধুই অর্গ্যাজ়ম নয়। তাই হীনম্নন্যতায় ভুগবেন না। যে মেয়েদের ক্লিটোরাস যোনির কাছাকাছি, তাঁদের ক্ষেত্রেই সঙ্গমের সময়ে অর্গ্যাজ়ম হওয়ার সম্ভাবনা বেশি।

২। ভাইব্রেটরের ব্যবহারের কারণেই সঙ্গমে অর্গ্যাজ়ম হচ্ছে না

এই বস্তাপচা ধারণাও মন থেকে ফেলে দিন। বরং সঙ্গমের সময়ে যদি চান আপনার নারী সঙ্গীরও অর্গ্যাজ়ম হোক, তা হলে পেনেট্রেশনের পাশাপাশি ক্লিটোরাসে ভাইব্রেটর ব্যবহার করতে পারেন। মেয়েদের জন্য যৌনসুখে অর্গ্যাজ়মই যেমন শেষ কথা নয়, তেমনই সঙ্গমের সময়ে দু’জনেরই অর্গ্যাজ়ম হওয়াটা বাঞ্ছনীয় তো বটেই। মেয়েরা হস্তমৈথুন করতে যদি ভাইব্রেটর ব্যবহার করে থাকেন, সে ক্ষেত্রেও সঙ্গমের সময়ে অর্গ্যাজম না হওয়ার কোনও সম্পর্ক নেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৩। মেয়েদেরও ইজাকুলেশন হয়?

অবশ্যই। তবে পর্ন ছবিতে যেমন দেখেন, তেমনটা নয়। শুটিংয়ের আগে মেয়েদের যোনির মধ্যে জলের প্যাকেট ঢুকিয়ে ওই ধরনের দৃশ্যের শ্যুটিং হয়। তবে বাস্তব জীবনেও মেয়েদের যোনি থেকে কিছু তরল বেরিয়ে আসতে পারে। সেগুলি আদপে কী, তা এখনও জানতে পারেননি চিকিৎসকেরা। তবে খুব একটা জানার চেষ্টা করেছেন বলেও মনে হয় না।

৪। সব মেয়ের অর্গ্যাজ়়ম হয়

এটিও ভুল ধারণা। ১০ থেকে ১৫ শতাংশ মেয়ে আনর্গ্যাজ়মিয়ায় ভোগেন। মানে তাঁদের কোনও ভাবেই অর্গ্যাজ়ম হয় না। কোনও কারণে যদি তাঁদের বড়সড় ‘ট্রমা’ থাকে কিংবা অ্যান্টিডিপ্রেসান্ট খেতে হয়, তা হলে এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কোনও কারণ ছাড়াই হয়। তবে তার মানে এই নয়, যে সেই মেয়েরা হতাশায় ভুগছেন। অর্গ্যাজ়ম ছাড়াও তাঁরা তাঁদের যৌনজীবন যথেষ্ট উপভোগ করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৫। মেয়েদের সব সময়ে একাধিক অর্গ্যাজ়ম হয়

সিনেমা এবং জনপ্রিয় টিভি সিরিজ দেখে দেখে এই ধরনের একটি ধারণা তৈরি হতে পারে ছেলেদের মনে। মাল্টিপ্‌ল অর্গ্যাজ়ম বা একের পর এক অর্গ্যাজ়ম নাকি সর্বক্ষণ হচ্ছে মেয়েদের। সত্যিটা আদপে উল্টো। বেশির ভাগ সময়ে একটি অর্গ্যাজ়ম হতেই যথেষ্ট সময় লেগে যায় মেয়েদের শরীরে। তবে এমন কিছু হওয়া যে অসম্ভব, তা নয়। অনেক মেয়েই কিছু কিছু ক্ষেত্রে একাধিক অর্গ্যাজ়ম অনুভব করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Relationship Sex Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE