Advertisement
E-Paper

গোটা মেল পড়তে অনীহা? সমস্যার সমাধানে এআই ব্যবহার করে নতুন চমক গুগ্‌লে

জিমেলেও জেমিনিকে ব্যবহার করার নতুন কৌশল। এর আগে গুগ্‌ল মিটে ‘স্পিচ ট্রান্সলেট’ করা বা অনুবাদকের কাজ করত জেমিনি। এ বার মেল পড়ে দেওয়ার জন্যও তার ব্যবহার হবে। মেলের মূল বক্তব্য জানিয়ে দেবে জেমিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৬:২৯
New Gemini can summarize Gmail for users

জিমেলে জেমিনি, নতুন কী সুবিধা পাবেন গ্রাহকেরা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘সিরি’ যেমন আইফোন বা ম্যাক ব্যবহারকারীর সব কথা শোনে, তাঁদের আদেশ অনুযায়ী কাজ করে, তেমনই জেমিনি এআই-কে নিয়ে নিত্য নতুন চমক আনছে গুগ্‌ল। নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগ্‌ল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা— সবই করে গুগ্‌লের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি। জিমেলেও জেমিনিকে ব্যবহার করার নতুন কৌশল আসছে। এর আগে গুগ্‌ল মিটে ‘স্পিচ ট্রান্সলেট’ করা বা অনুবাদকের কাজ করত জেমিনি। এ বার মেল পড়ে দেওয়ার জন্যও তার ব্যবহার হবে।

ব্যস্ত জীবনে হাতে সময় বড়ই কম। আস্ত একটা মেল পড়ার সময়ও থাকে না অনেক সময়ে। হয়তো অফিসে ছুটছেন, ভিড় বাস বা ট্রেনে রয়েছেন, অথবা গাড়ি চালাচ্ছেন, সেই সময়ে টুংটাং শব্দে জিমেলের নোটিফিকেশন এল। জরুরি মেল দেখে তা খুলে ঠিকমতো পড়তেও পারলেন না। অর্ধেকটা পড়ে রেখে পরে ভুলেও গেলেন। এই সমস্যা প্রায় সকলের ক্ষেত্রেই হয়। এরই সমাধান করবে জেমিনি এআই।

জিমেলে কী সুবিধা হবে?

‘জেমিনি সামারি কার্ড’ গোটা মেলটিই গ্রাহকদের সুবিধার জন্য পড়ে দেবে। তা কী রকম? ধরুন, নতুন মেল এসেছে। ইনবক্সে তা খুলে সবটা না পড়লেও হবে। জেমিনি জিমেলের বিষয়বস্তুর সারাংশ আপনাকে দেখিয়ে দেবে। তাড়াতাড়ি যদি মেলের উত্তর দিতে হয় বা মেলটি পড়তে হয়, তখন সারাংশ পড়েই কাজ চালিয়ে নেওয়া যাবে।

আপনি হয়তো ভাবছেন, সারাংশ লিখতে গিয়ে জরুরি বিষয় যদি বাদ চলে যায়, তা হলে কী হবে? গুগ্‌ল জানিয়েছে, মেলটির খুঁটিনাটি একেবারে তালিকাবদ্ধ করে চোখের সামনে তুলে ধরবে জেমিনি। গোটা মেলটি না পড়েও, বুঝতে অসুবিধাই হবে না যে সেটি ঠিক কী নিয়ে।

জেমিনি সামারি কার্ডের আরও একটি বিশেষত্ব আছে। গ্রাহকের নিরাপত্তার কথা মাথায় রেখেই সে মেলটি পড়বে এবং তার সারাংশ তৈরি করবে। আপাতত ইংরেজি ভাষাতেই তা হবে। পরে অন্যান্য ভাষায় নিয়ে আসার চেষ্টা হবে বলে জানিয়েছে গুগ্‌ল।

নতুন ফিচারটি চলে আসবে তাড়াতাড়ি। জিমেল খুললে উপরেই থাকবে অপশন। চাইলে সেটি অন বা অফ করে রাখা যাবে। আবার স্বয়ংক্রিয় ভাবেই সেটি সেট করে রাখতে পারেন। মেল এলেই তার সারাংশ তৈরি করে ফেলবে জেমিনি। মেল খুলে প্রথমেই তা পড়া যাবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে। তবে জেমিনি এআইয়ের সুবিধা সকলেই পাবেন, এমন নয়। বর্তমানে জেমিনি শুধুমাত্র ‘অ্যাডভান্সড’ গ্রাহকেরাই ব্যবহার করতে পারেন। ফলে প্রিমিয়াম গ্রাহকেরাই যে এর উন্নত ভার্সন নিয়ে কাজ করতে পারবেন, তা এক রকম স্পষ্ট।

Gmail Gemini AI Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy