চলতি বছরে কত্থকশিল্পী সায়নী চাওড়ার ২৫ বছর পূর্তি। অন্য দিকে তাঁর কত্থক সংস্থা ‘নিমগ্ন কালচারাল অ্যাসোসিয়েশন’ পূর্ণ করল ২০ বছর। এই দুই মাইলফলকের উদ্যাপনে সম্প্রতি জ্ঞানমঞ্চে আয়োজিত হল ‘উৎসাহ-চ্যাপ্টার ২’। নিবেদনে ভারতীয় বিদ্যাভবন।
আরও পড়ুন:
পণ্ডিত বিজয় শঙ্করের কাছে লখনউ ঘরানায় তালিম নিয়েছেন সায়নী। চার জনের হাত ধরে এক সময়ে যে নৃত্যপ্রতিষ্ঠানটি গড়ে ওঠে, বর্তমানে তার ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক। অনুষ্ঠানে লাইভ সঙ্গীতের সঙ্গে কত্থক পরিবেশন করে সংস্থার ১৫০ জন ছাত্রছাত্রী।
সাধারণত মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে রেকর্ডের সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনার ঝোঁক দেখা যায়। তবে সায়নীর পছন্দ লাইভ মিউজ়িক। এই অনুষ্ঠানেও তার ছোঁয়া উপস্থিত দর্শকের মন জয় করে। সংস্থার দাবি, ভারতীয় ধ্রুপদী সংস্কৃতির উৎসের দিকে হাঁটার বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন।