Advertisement
১১ মে ২০২৪

সমলিঙ্গের যুগলরাও এ বার জন্ম দেবেন সন্তানের

সমলিঙ্গীয় যুগলদের জন্য সুখবর। তাদের বায়োলজিকাল সন্তান জন্মের পথ প্রশস্ত করতে এগিয়ে এলেন বিজ্ঞানীরা। নতুন এক প্রক্রিয়ার সন্ধান দিলেন তারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৫২
Share: Save:

সমলিঙ্গীয় যুগলদের জন্য সুখবর। তাদের বায়োলজিকাল সন্তান জন্মের পথ প্রশস্ত করতে এগিয়ে এলেন বিজ্ঞানীরা। নতুন এক প্রক্রিয়ার সন্ধান দিলেন তারা।

ইন ভিট্রো গ্যামেটোজেনেসিস (আইভিজি) নামের এই প্রক্রিয়ায় প্লুরিপোটেন্ট দেহ কোষ থেকে (যে কোষগুলি থেকে বিবিধ অন্য কোষ জন্ম নেয়) তৈরি করা যায় জনন কোষ বা ভ্রূণকোষ। কোনও ব্যক্তির কোষ থেকে বিপরীত লিঙ্গের জনন কোষ তৈরি সম্ভব। ফলে সমলিঙ্গীয় যুগলের যে কোনও একজনের শরীর থেকে বিপরীত লিঙ্গের জনন কোষ তৈরি করে অন্য জনের সাধারণ জনন কোষের সঙ্গে মিলনের ফলে জন্ম নেবে সন্তান।

সমলিঙ্গীয় ইঁদুরদের মধ্যে ইতিমধ্যেই এই প্রক্রিয়ার সফল প্রয়োগ সম্ভব হয়েছে। মানুষের উপর এখনও এই প্রক্রিয়ার প্রয়োগ না হলেও বিজ্ঞানীরা আশাবাদী, খুব তাড়াতাড়ি মানুষদের সন্তান লাভের সংজ্ঞাটা বদলে দেবে আইভিজি।

গবেষকরা জানাচ্ছেন এই পদ্ধতিতে সম্ভব বিবিধ জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন ভ্রূণের জন্ম।

আরও পড়ুন-বিয়ের প্রথম রাতে সেক্স ভাল না খারাপ?

শুধু সমলিঙ্গীয় যুগল নয়, সন্তানহীন দম্পতিরাও আই ভিএফ-এর জটিলতা ছাড়াই এই পদ্ধতির মাধ্যমে সন্তান লাভ করতে পারবেন। এমন কি মেনোপজের পরেও আইভিজির মাধ্যমে সন্তান ধারণ সম্ভব হবে। এমনকি সম্ভব হবে দুই-এর বেশি অভিভাবকের এক সন্তান জন্ম।

দেখুন ফোটোগ্যালারি

বিখ্যাত সমকামী জুটিরা



(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

same sex igf same sex couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE