Advertisement
১০ মে ২০২৪

এবার অনলাইন টেস্ট বাতলে দেবে স্কিন ক্যানসারের সম্ভাবনা!

১০টি প্রশ্নে সাজানো একটি টেস্ট। এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে ৪০ বা তার থেকে বেশি বয়সী কোনও ব্যক্তির সাধারণ ত্বকের ক্যানসারের সম্ভাবনা কতটা তার হদিশ দেবে অনলাইন টুলটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১৬:২৯
Share: Save:

আপনার কি ত্বকের ক্যানসার হওয়ার কোনও সম্ভাবনা আছে? এবার থেকে তার হদিশ দেবে সাধারণ অনলাইন টুল।!

১০টি প্রশ্নে সাজানো একটি টেস্ট। এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে ৪০ বা তার থেকে বেশি বয়সী কোনও ব্যক্তির সাধারণ ত্বকের ক্যানসারের সম্ভাবনা কতটা তার হদিশ দেবে অনলাইন টুলটি।

বয়স, লিঙ্গ, ধূমপানের প্রবণতা, ত্বকের রঙ, ত্বকের ট্যান হওয়ার প্রবণতা, ত্বকে দাগ পড়ার প্রবণতা সহ আগে অসুখের বিভিন্ন ইতিহাস খুঁটিয়ে খুঁটিয়ে জানতে তৈরি করা হয়েছে এই ১০টি প্রশ্ন।

৪০ থেকে ৭০ বছর বয়সের ৩৯ হাজার জনের উপর সমীক্ষা করে এই টেস্টের প্রশ্ন সাজিয়েছেন কগউআইএমআর বার্গাফোর রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা।

তবে, এই গবেষকদের প্রধান প্রফেসর ডেভিড হোয়াইটম্যান অবশ্যই জানিয়েছেন ‘‘এই টুল কিন্তু কোনও ভাবেই চিকিত্সার বিকল্প নয়, কোনও রকম সমস্যা হলে ডাক্তারের কাছে যেতেই হবে।’’

এর সঙ্গেই তিনি বলেছেন, এই টুল আসলে একটা সাধারণ গাইড মাত্র।

‘‘যদি এই টুল আপনার স্কিন ক্যানসারের ভবিষ্যত সম্ভাবনার কোনও রকম ইঙ্গিত দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।’’ মন্তব্য হোয়াইটম্যানের।

তবে মেলানোমার মত ভয়ঙ্কর ক্যানসারের সম্ভাবনা বোঝার ক্ষমতা কিন্তু এই টুলের নেই।

আপনিও করতে পারেন এই টেস্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

skin cancer cancer online tool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE