কোনও সম্পর্কই সহজ নয়। সেটা টিকিয়ে রাখতে দু’তরফ থেকেই যথেষ্ট পরিশ্রম লাগে। ভালবাসা কমে না গেলেও একসঙ্গে থাকতে থাকতে হয়ত একে অপরের সঙ্গ একঘেয়ে লাগতে পারে। তার উপর আবার লকডাউন পরিস্থিতি। না আছে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, না কাজে বেরনো, না একটু রাস্তাঘাটে ঘুরতে যাওয়া। সারাক্ষণ দু’জনে ঘরবন্দি। ব্যক্তিগত সময়ও যেন মিলিয়ে গিয়েছে। কিন্তু কয়েকটা অভ্যাসে একটু বদল এনে দেখুন না। হয়তো পরিস্থিতি পাল্টে যাবে। পুরনো সম্পর্ক ফের রোম্যান্টিক হয়ে উঠবে!
একান্তে সময় কাটান
সারাদিন একসঙ্গে থাকলেও কি দু’জনে একান্তে সময় কাটাচ্ছেন? সারাদিন হয় বাড়ির কাজ নয় অফিসের কাজে ব্যস্ত। যে যার মতো দিনের কাজ করছেন। অবসর সময়ও টিভি-নেটফ্লিক্স। খাওয়ার সময়ও হাতে থাকছে ফোন। ঘুরঘুর করছেন সোশ্যাল মিডিয়ায়। দিনের যে কোনও একটা সময় এগুলো সব বাদ দিয়ে শুধু নিজেদের সঙ্গে থেকে দেখুন না। সেটা বিকেলের চা খাওয়ার সময় হতে পারে, রাতে খাওয়ার টেবিলে বসে হতে পারে, আবার সকালবেলা ঘুম থেকে উঠেও হতে পারে।