শুধু মানুষের ওজন নিয়ন্ত্রণ করতে হয়, এমন নয়। কুকুরের ওজন বা়ড়াও ভাল নয়। সুস্থ থাকার জন্য কুকুরের ওজনও নিয়ন্ত্রণে রাখা জরুরি। না হলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে আপনার পোষ্য কুকুরটি।
কোন কুকুরের কেমন ওজন থাকার কথা, তা জেনে নিতে হবে প্রথমেই। সেই মতো ওজন নিয়ন্ত্রণ করা গেলে আপনার পোষ্য থাকবে সুস্থ এবং সচল। অতিরিক্ত ওজন আপনার পোষ্যের ক্ষেত্রে শ্বাসের সমস্যা তৈরি করতে পারে। হার্টেও হতে পারে অসুখ। তার চেয়েও বেশি থাকে যত্রতত্র চোট পাওয়ার আশঙ্কা।
কিন্তু পোষ্যের ওজন নিয়ন্ত্রণে রাখবেন কী ভাবে?