যাঁদের বাড়িতে পোষ্য হিসেবে কুকুর থাকে, তাঁদের অনেকেই ভাবেন, সুষম আহারের জন্য কুকুরকে কী খাওয়াবেন। বাড়ির খাবার, প্যাকেটের খাবার— নাকি অন্য কিছু? তার পরেও অনেকে প্রশ্ন করেন, কুকুরকে কি ফল খাওয়ানো যেতে পারে?
বাড়ির খাবার নাকি প্যাকেটের খাবার কুকুরকে খাওয়াতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কুকুরের চিকিৎসক। এ ছাড়াও মালিকের খরচ করার ক্ষমতার উপরেও তা অনেকাংশে নির্ভরশীল। কিন্তু ফলের বিষয়টা অত জটিল নয়।
কুকুরকে ফল খাওয়ানো যেতে পারে। কোন ফল কুকুরের জন্য ভাল? চিকিৎসকেরা বলছেন, আম, কলা, আপেলের মতো ফল কুকুরকে দেওয়া যেত পারে। তবে গোড়াতেই খুব অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে, ওর কোনও সমস্যা হচ্ছে কি না। যদি অ্যাসিড বা অন্য সমস্যা না হয়, তা হলে নিয়মিত দেওয়া যেতে পারে ফল। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা কুকুরের জন্য ভাল।