Advertisement
E-Paper

‘পুরুষেরা অসহায় নারীই পছন্দ করেন বেশি‍’, বললেন নীনা, ব্যাখ্যা করলেন কেন এমন হয়

ক্ষমতার প্রদর্শন জড়িয়ে রয়েছে পিতৃতান্ত্রিক সমাজের পরতে পরতে অন্তত তেমনই অনুভব করেন অভিনেত্রী নীনা গুপ্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩

ছবি : সংগৃহীত।

পাওয়ার প্লে নামের একটি শব্দ রয়েছে, যার অর্থ ক্ষমতার প্রদর্শন। এই ক্ষমতার প্রদর্শন জড়িয়ে রয়েছে পিতৃতান্ত্রিক সমাজের পরতে পরতে অন্তত তেমনই অনুভব করেন অভিনেত্রী নীনা গুপ্ত। সম্প্রতি এক আলোচনায় তিনি জানিয়েছেন, অধিকাংশ পুরুষ আজও অসহায় নারীকেই বেশি পছন্দ করেন। এর থেকেই বোঝা যায় ভিতরে ভিতরে তারা আসলে কী চায়।

আলোচনার বিষয়বস্তু ছিল নারীর ক্ষমতায়ন। নীনা কথা বলছিলেন সেই সব মহিলাদের নিয়ে যাঁরা স্বয়ং সম্পূর্ণ। নিজের শর্তে চলতে ভালবাসেন। কারও পরোয়া করেন না। যাঁরা নিজেদের পেশাজীবন নিয়ে বেশি চিন্তিত। যাঁরা পরিবারের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন, যাঁরা অনেকর মতেই কিছুটা ‘দুর্মুখ’ বা ‘দেমাকী’। সে প্রসঙ্গেই আলোচনা করতে গিয়ে নীনা বলেন, পুরুষেরা এই ধরনের নিজের শর্তে বাঁচা এই সমস্ত আত্মবিশ্বাসী মহিলাদের পছন্দ করেন না। অন্তত জীবনসঙ্গী হিসাবে তো নয়ই। তাঁরা পছন্দ করেন অসহায় নারী। তার কারণ, তাঁরা এখনও নারীর উপর কর্তৃত্ব করতে চান। নিজের ক্ষমতা নিজের পৌরুষের জোর উপভোগ করতে চান।’’

সব পুরুষই এমন না হলেও ৯৫ শতাংশ পুরুষ এ ভাবেই ভাবেন বলে মনে করেন নীনা। তিনি বলছেন, ‘‘আমি কোনও বিতর্ক শুরু করার জন্য এমন মন্তব্য করছি না। আমি এটা বলছি, কারণ, আমি এটা চোখের সামনে হতে দেখেছি। আমার নিজের বাড়িতে। সমাজেও।’’ নীনা জানিয়েছেন, তিনি দেখেছেন, আত্মবিশ্বাসী এবং নিজের শর্তে বাঁচতে চাওয়া মহিলাদের প্রেমের সম্পর্কে বা দাম্পত্যে জটিল সমস্যার মুখে পড়তে।

কর্মরত বহু মহিলার বিয়ের পরে চাকরি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা আকছার দেখা যায়। শুধু শ্বশুরবাড়ির মনেরমতো হওয়ার জন্য নিজের স্বভাবও বদলে ফেলতে হয় অনেক মেয়েকে। নীনা সেই বিষয়টিকেই সামনে এনেছেন। তিনি বুঝিয়েছেন, সমাজ যতই এগিয়ে যাক, মুখে যতই মেয়েদের সমান অধিকারের কথা বলা হোক। মহিলাদের সম্পর্কে সমাজের মনোভাব এখনও গভীরে একই রকম রয়ে গিয়েছে।

Neena Gupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy