Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Bride

Bizarre Bride: লেখা থাক লেহঙ্গায়! শ্বশুরবাড়ি যাওয়ার আগে নতুন কায়দায় পরিজনদের আদর কুড়োলেন বধূ

প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে রাখতে বিয়ের লেহঙ্গাতেই শুভেচ্ছাবার্তা লেখালেন কনে।

বিয়ের লেহঙ্গায় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা ধরে রাখলেন কনে।

বিয়ের লেহঙ্গায় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা ধরে রাখলেন কনে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৪:৩০
Share: Save:

দীপিকা, পত্রলেখা, আলিয়া, ক্যাটরিনা— বিয়ের ওড়নায় বলিউডি কনেদের নিত্যনতুন নকশা,পঙ্‌ক্তি আগে দেখেছে গোটা দেশ। তবে এ বার ওড়নায় নয়, বিয়ের লেহঙ্গায় প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা ধরে রাখলেন কনে।

সিমরন বালার জৈন। কর্নাটকের বাসিন্দা। পেশায় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। সম্প্রতি বিয়ে করেছেন। বিয়েতে পরেছিলেন জরির নকশা করা লেহঙ্গা। আর এই বিয়ের পোশাকেই লুকিয়ে আছে চমক। সিমরন চেয়েছিলেন, তাঁর এই বিশেষ দিনে প্রিয়জনরা মুখে নয়, লিখে শুভেচ্ছা জানাক। সেই ভাবনা থেকেই লেহঙ্গার নীচের দিকে জানলার মতো কিছু খোপ তৈরি করিয়েছিলেন। সেখানেই নিমন্ত্রিতরা একে একে তাঁদের শুভেচ্ছা লিখে দিয়ে যান। সিমরনের বিয়ের এই লেহঙ্গা নিয়েই এখন চর্চা চলছে সর্বত্র।

সিমরন জানিয়েছেন, কলেজের শেষ দিনে বন্ধুরা জামায় বার্তা লিখে দিয়েছিলেন। সেই পোশাক আজও ফিরিয়ে নিয়ে যায় কলেজবেলায়। বিয়ের দিনটিও এ ভাবেই স্মরণীয় করে রাখতে চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bride Marriag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE