দাঁতে ব্যথা থেকে শুরু করে ত্বকের প্রদাহ কমাতে লবঙ্গের তেল বিশেষ উপকারী। তবে মানুষ ছাড়াও বাড়ির পোষ্যদের ক্ষেত্রেও এই বিশেষ তেলটি উপকারে আসতে পারে। তবে ব্যবহারের পদ্ধতি জানা থাকলে সুবিধা হবে।
আরও পড়ুন:
১) সারমেয়: বাড়িতে পোষ্যের মুখে কোনও প্রদাহ বা দাঁতে ব্যথার ক্ষেত্রে লবঙ্গের তেল ব্যবহার করা যেতে পারে। লবঙ্গের তেল দিয়ে পোষ্যের দাঁত মাজিয়ে দিলে মুখে দুর্গন্ধের সমস্যা দূর হতে পারে। লবঙ্গের তেলের ঝাঁজ বেশি। তাই পরিমাণ মতো জলে গুলে নিয়ে পোষ্যদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত।
২) বিড়াল: ত্বকের পোকার সমস্যায় বিড়ালের ক্ষেত্রে লবঙ্গের তেল ব্যবহার করা যায়। তবে বিড়ালের ত্বক সংবেদনশীল। তাই ভাল করে লবঙ্গের তেল জলে গুলে নিয়ে তার পর সেই মিশ্রণ আক্রান্ত অংশে লাগানো যেতে পারে।
৩) মাছ: বাড়িতে অ্যাকোয়ারিয়ামের অসুস্থ মাছ অনেক সময়েই ছটফট করে। মৃত্যুর আগে তাদের যন্ত্রণা কমাতে পারে লবঙ্গের তেল। এই তেলের মধ্যে থাকে ইউজিনল, যা ঘুমের পক্ষে উপকারী। অ্যাকোয়ারিয়ামের জলে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে দিলে পোষ্য মাছের দ্রুত ঘুম আসে। তবে এ ক্ষেত্রে লবঙ্গের তেলের পরিমাণ নিয়ে পশুচিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।
৪) পাখি: বাড়িতে পাখির খাঁচায় অনেক সময়ে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। সে ক্ষেত্রে কাজে আসতে পারে লবঙ্গের তেল। খাঁচার মধ্যে কয়েক ফোঁটা ছড়িয়ে দিলে তার ঝাঁঝে পোকামাকড়ের সমস্যা কমবে। তাছাড়া লবঙ্গের ঝাঁজে পোষ্যের ফুসফুসও ভাল থাকে।