পোষ্যকে নিয়ে হাঁটতে যান বা পার্কে ঘুরতে, সঙ্গে কি বোতল রাখেন? লম্বা যাত্রার সময় কি আপনার জলের বোতল থেকে ঢেলেই তাকে জল খাওয়ান? পোষ্য সারমেয় হোক বা মার্জার, তাদের জন্যও কিন্তু বোতল আছে। প্রশ্ন হল, বাইরে গেলেই কি সঙ্গে তেমন বোতল রাখা দরকার?
মানুষের মতোই পোষ্যের পর্যাপ্ত জল খাওয়া দরকার। জলের পরিমাণ নির্ভর করে কোনও প্রজাতির কুকুর এবং তার ওজনের উপর। মোটামুটি ৫৭ কেজির জার্মান শেফার্ডের দিনে আট কাপ জল খাওয়া দরকার। তবে বাইরে গেলে সঙ্গে বোতল রাখতে হবে কি না, নির্ভর করে সারমেয়র প্রজাতি এবং কত ক্ষণ বাইরে যাওয়া হবে, তার উপরে।
কোন কোন ক্ষেত্রে সঙ্গে জল থাকা জরুরি?
গরমের মরসুমে সারমেয় বাইরে গিয়ে যদি জলের খোঁজ করে, সঙ্গে বোতল রাখা দরকার।
বাইরে যে কোনও জায়গা থেকে কুকুর তেষ্টায় জল খেলে রোগ সংক্রণের ভয় থাকতে পারে।
সারমেয় দৌড়াদৌ়ড়ি করে হাঁপিয়ে পড়লে বা শরীরচর্চা করানো হলেও তার জলের দরকার হতে পারে।
আর কোন সময়ে জল জরুরি?
পোষ্যকে নিয়ে অনেকেই বেড়াতে যান। বেড়াতে গিয়ে পাহাড়ি পথে হাঁটাহাটি করলে, তাকে নিয়ে হাইকিংয়ে গেলে সারমেয় দ্রুত হাঁপিয়ে পড়তে পারে। তা ছাড়া দীর্ঘ ক্ষণ বাড়ির বাইরে থাকলেও সঙ্গে জল রাখাটা জরুরি।
যে কোনও বোতলেই জল নেওয়া যায়?

পোষ্যের উপযোগী জলের বোতল। ছবি: সংগৃহীত।
অনেকেই পোষ্যের জন্য মানুষের বোতল ব্যবহার করেন। তেষ্টা পেলে তা থেকেই জল ঢেলে দেন। কিন্তু সারমেয় এ ভাবে জল খেতে পারে না। কিছুটা জল মুখে গেলেও অনেকটাই পড়ে যায় বাইরে। খেতেও অসুবিধা হয়। পোষ্যের জলের বোতল সেই সমস্যার সমাধান করে। ছোট থেকে বড় পোষ্যের জন্য বিভিন্ন ধরনের, বিভিন্ন উপকরণে তৈরি জলের বোতল হয়। এর সঙ্গে যুক্ত থাকে ওয়াটার ডিফিউজ়ার। যেটির সাহায্যে খুব সহজে জল খেতে পারে সারমেয়।
এক ধরনের বোতল হয় যাতে একটি বোতাম থাকে, সামনে ওয়াটার ডিফিউজ়ার। বোতামে চাপ দিলেই জল সেই জায়গায় জমা হয়।
আর এক ধরনের জলের বোতল হয় যার সামনে একটি অংশ থাকে, যা খুলে দিলে কুকুর হোক বা বিড়াল যে কোনও পোষ্য সহজেই জল খেতে পারে। এ রকম বিভিন্ন আকৃতির বোতল হয়, যেগুলি পোষ্যের স্বাস্থ্যের কথা মনে রেখে বানানো। পার্কে যাওয়া হোক বা দূরে কোথাও নিয়ে যাওয়ার দরকার পড়ুক, পোষ্যের বোতল কিন্তু সহজে ব্যাগে ভরে নেওয়া যায়।