প্রেমিক-প্রেমিকাদের ডেট এখন মুঠোফোনে বন্দি। বার্তা পাঠানো, ছবি পাঠানো, দীর্ঘ সময়ে ফোনে কথা বলা এবং মাঝে মাঝে ভিডিয়ো কল— এটাই নতুন প্রজন্মের কাছে প্রেম প্রকাশের নয়া মাধ্যম। তবে স্মার্টফোনের যুগেও হাতে হাত ধরে প্রেম নিবেদনের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা যায় না। সামনাসামনি কোনও মানুষকে না দেখলে, তাঁর সঙ্গে না মিশলে, তাঁকে পরখ করা যায় না। অনেকে এমনও আছেন যাঁরা দীর্ঘ দিন আলাপ-পরিচয়ের পরেও এটা বুঝে উঠতে পারেন না যে সামনের ব্যক্তি আদৌ তাঁকে পছন্দ করেন কি না।
আপনিও কি সেই দলেই পড়েন? সম্প্রতি কাউকে মনে ধরেছে আর বুঝতে পারছেন না অপরজনের আপনার প্রতি কোনও আগ্রহ আছে কি না? কেউ যদি আপনাকে পছন্দ করেন, তা হলে তাঁর হাবেভাবেই তা প্রকাশ পায়। তাঁর মধ্যে কয়েকটি লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন সে কথা। জেনে নিন সেগুলি কী কী।