ইকুয়েডরের বাসিন্দা আইলিজ মেলিনা জামব্রানো পিনারগতে নামক এক মহিলা শ্বাশুড়ির সঙ্গে বসে বাড়ির পুরোনো সব ছবি ঘেঁটে দেখছিলেন। আর তখনই স্বামীর ছোটবেলার এক ছবিতে থাকা একটি মেয়েকে দেখে আটকে যায় তাঁর চোখ। কারণ ছবির মেয়েটি অন্য কেউ না, তিনি নিজেই।
গোটা বিষয়টি নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন ২৬ বছর বয়সি আইলিজ। ১৫ বছরের পুরনো ছবিটি শিশুদের একটি কুচকাওয়াজের। সেখানে কুচকাওয়াজ করছিলেন তাঁর স্বামী পেড্রো পাবলো পিকো মোরেইরা। পেড্রো তখন ১৪ বছরের কিশোর। আর সেই ছবিতেই পেড্রোর পিছনে দর্শকের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ১১ বছরের আইলিজকে। ছবিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পেড্রোকেই দেখছেন তিনি।