শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনিং করতে হয়, তবেই ভাল থাকে চুল— এমনটাই বিশ্বাস করেন বেশির ভাগ মানুষ। তাই শ্যাম্পুর পর কন্ডিশনিং না করার ঝুঁকি কখনওই নিই না। সকলেই জানেন, কন্ডিশনিং না করলে চুলে সহজেই জট পড়ে যায়, স্প্লিট এন্ডস হয়, চুল একেবারে রুক্ষ হয়ে থাকে। ফলে কোনও ভাবেই চুলকে ভাল রাখা যায় না। এমনকি কোনও স্টাইলও করা যায় না।
কিন্তু এই চেনা ছককে বদলে দিচ্ছে সম্প্রতি ফ্যাশন জগতের আর একটি চল। শ্যাম্পু করার পরে নয়, এ বার রূপবিশেষজ্ঞরা কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন শ্যাম্পু করার আগেই! এই পদ্ধতিকে বলা হয় ‘রিভার্স ওয়াশিং’। আর এই পদ্ধতিতে তিন দিন পর্যন্ত চুলে ভলিউম বজায় থাকবে।
বিশেষ করে যাঁদের চুল পাতলা, ঘনত্ব কম বা বেশি তেলতেলে তাঁদের জন্য এই পদ্ধতি যথাযথ। সাধারণত, এই ধরনের চুলে এই ধরনের চুলে এক দিন অন্তর শ্যাম্পু করার দরকার পড়ে। কিন্তু আগে কন্ডিশনিং করে শ্যাম্পু করলে তিন দিন চুল ভাল থাকে।