বিশ্বায়নের ঘেরাটোপে নিয়ম ভাঙার মন্ত্র দিতে চান তিনি।শর্বরী দত্ত। দুর্গাপুজো তাঁর কাছে শুধু আর বাঙালির পুজো নেই। তাই এই ভারতীয় উৎসবে সকলে মন খুলে রঙিন হয়ে সাজুক। এটাই তাঁর ইচ্ছে।
শর্বরী দত্ত মনে করেন না ফ্যাশনের কোন আলাদা টিপস হতে পারে। ‘‘যে যার মুড অনুযায়ী আজকাল পোশাক পরে। যেমন, আইটি সেক্টরের কমবয়সি ছেলে বলেন,তিনি সাদা বা প্যাস্টেল শেডের মধ্যে কিছু পরবেন, অন্য দিকে ষাট বছরের একজন বলেন, তিনি লাল রঙের পঞ্জাবিই চান।’’বললেন শর্বরী।
ছেলেদের জন্য পোশাক তৈরি করে আসছেন বহু বছর। গ্রিক পুরাণ থেকে বাংলার লোকশিল্প তাঁর ফ্যাব্রিকের পরতে পরতে। কিন্তু মেয়েরা? ‘‘অনেকদিন ধরেই অভিযোগ শুনছিলাম, আমি নাকি মেয়েদের ভালবাসি না! তাই শূন্য দিয়ে শুরু করলাম মেয়েদের পোশাক। পুজোয় আসছে।’’যোগ করলেন শর্বরী।