Advertisement
E-Paper

ঘর ঝেড়ে-মুছে দেবে রোবট, দাম নাগালেই

রোবট আর কী কী করবে বলুন তো? নাচবে, গাইবে, কঠিন কঠিন কাজ করে দেবে। আর এ বার নাকি শোনা যাচ্ছে ঘরও পরিষ্কার করে দেবে! আপনি পায়ের উপর পা তুলে বসে অর্ডার দিয়ে যাবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ১২:৩৬

রোবট আর কী কী করবে বলুন তো? নাচবে, গাইবে, কঠিন কঠিন কাজ করে দেবে। আর এ বার নাকি শোনা যাচ্ছে ঘরও পরিষ্কার করে দেবে! আপনি পায়ের উপর পা তুলে বসে অর্ডার দিয়ে যাবেন। আর আপনার কথা মতো ঝা়ড়ু দিয়ে, ঘর মুছে ঝকঝকে তকতকে করে দেবে রোবট। ভারতের বাজারে এমনই এক রোবট আনছে ম্যাসাচুসেটসের এক সংস্থা। নাম আইরোবট রুম্বা।

ভারতে জন্য বেঙ্গালুরুর পিওরসাইট সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে বিভিন্ন মডেলের রুম্বা। ঘর মোছা, ভ্যাকুয়াম ক্লিনিং সব কিছুই করবে এই সব রোবট। দাম যদিও একটু চড়া। মোট পাঁচটি মডেলের আইরোবট রুম্বার দাম যথাক্রমে-

আইরোবট রুম্বা ৬২০- ৩২,৯০০ টাকা।

আইরোবট রুম্বা ৬৩১- ৩৮,৯০০ টাকা।

আইরোবট রুম্বা ৭৭৬পি- ৪৯,৯০০ টাকা।

আইরোবট রুম্বা ৮৭১- ৬২,৯০০ টাকা।

আইরোবট রুম্বা ৮৮০- ৬৯,৯০০ টাকা।

তবে ভ্যাকুয়াম ক্লিনিং রোবটের দাম একটু বেশি হলেও ঘর মোছার রোবট পাওয়া যাবে বেশ সস্তায়। ব্রাভা মডেলের ফ্লোর মপিং রোবটের দাম ২৭, ৯০০ টাকা।

কীভাবে কাজ করবে আইরোবট রুম্বা?

আইঅ্যাডপ্ট রেসপনসিভ নেভিগেশন টেকনোলজির সাহায্যে কাজ করবে রুম্বা।

গোল আকৃতির সাহায্যে বুঝে নেবে ঘরের কোন দিন পরিষ্কার করতে হবে।

ডার্ট ডিটেকশনের সাহায্যে ঘরের ঠিক কোন জায়গায় বেশি ধুলো তা বুঝে নেবে রুম্বা।

পরিষ্কার করার পর হোম বেস-এ নিজে থেকেই ফিরে আসবে রোবট।

ঠিক কোন সময়ে ঘর পরিষ্কার করতে হবে তা আগে থেকে শিডিউল করে টামই সেটও করে রাখা যাবে।

তাহলে আর চিন্তা কী? ঘরে নিয়ে আসুন আইরোবট রুম্বা। আর হাত, পা গুটিয়ে বসে অর্ডার করতে থাকুন।

Robot iRobot Roomba Vacuum Cleaner floor mop
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy