বিখ্যাত শিল্পীদের আঁকা রঙিন ছবি ঘরের ফাঁকা দেওয়ালে লাগাতে পারেন। আপনার দেওয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবি ঘরকে একটা অন্য মাত্রা দেবে। দেশি ও বিদেশি শিল্পীদের আঁকা ছবি লাগান। এতে সাংস্কৃতিক বৈপরীত্যও স্পষ্টভাবে ধরা দেবে।
গাছ লাগান
এখন অনেক ছোট ছোট কাচের পাত্রে জল ভরে দেওয়ালে গাছ ঝুলিয়ে রাখা যায়। এই রকম বেশ কয়েকটা সুন্দর দেখতে পাত্র কিনে ছোট ছোট গাছ দেওয়ালে লাগিয়ে রাখুন। ঘরে একটা সবুজের আমেজ আসবে।
বাহারি তাক বানান
বাড়িতে অনেক সময় বই রাখার জায়গা পাওয়া যায় না। কিংবা ছোট কোনও ঘর সাজানোর জিনিসও কোথায় রাখবেন ভেবে পাওয়া যায় না। দেওয়ালে বাহারি তাক করুন। এর ফলে সহজেই কয়েকটি বই বা ঘর সাজানোর জিনিস রাখতে পারবেন।
দেওয়ালে ম্যুরাল আঁকাতে পারেন
দেওয়ালে যদি একদমই অন্য কিছু না রাখতে চান, তাহলে দেওয়াল কোনও ম্যুরাল আঁকাতে পারেন। ঘরের একটা বিষয় বেছে নিন, তারপর সেই বিষয়ের উপর ভিত্তি করে দেওয়াল জুড়ে আঁকান। দেওয়াল সম্পূর্ণ অন্য রকম দেখাবে।
আয়না লাগান
নানা ধরনের বাহারি আয়না লাগাতে পারেন দেওয়ালে। পুরনো ধাঁচের আয়নাও কিনতে পারেন। সেই রকম কয়েকটি আয়নায় দেওয়াল সাজালে ঘরে একটা পুরনো সময়ের চরিত্র ফুটে উঠবে। দেওয়ালও সুন্দর দেখাবে।