Advertisement
২০ এপ্রিল ২০২৪
sikkim

Tourism: পর্যটকদের জন্য খুলল সিকিম, ঢুকতে গেলে পকেটে রাখতে হবে টিকার শংসাপত্র

সে রাজ্যে রয়েছে কড়া কোভিড-বিধি। সে সবই মেনে চলতে হবে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৮:৩৭
Share: Save:

পর্যটকদের জন্য আবার দরজা খুলল সিকিম। দু’টি করে টিকা নেওয়া থাকলে এ বার থেকে সে রাজ্যে পর্যটকদের ঢুকতে দেবে সরকার।

সিকিম সরকারের তরফে একটি নোটিস জারি করা হয়েছে। সেখানে বলা আছে, আজ, সোমবার থেকে রাজ্য খুলে দেওয়া হচ্ছে পর্যটনের জন্য। তবে অন্য রাজ্য থেকে সেখানে যেতে হলে আরটি-পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক। করোনা নেগেটিভ হলে, তবেই প্রবেশের অনুমতি মিলবে। সঙ্গে দেখাতে হবে টিকাকরণের নথিও। রংপো এবং মেল্লি দিয়ে ঢুকতে পারবেন পর্যটকরা।

৫০ শতাংশ ভর্তির অনুমতি দিয়ে চালু করা হচ্ছে হোটেল, রেস্তরাঁ, হোমস্টের পরিষেবা। তবে সে রাজ্যে রয়েছে কড়া কোভিড-বিধি। সে সবই মেনে চলতে হবে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে। নিয়মের আওতার বাইরে নন পর্যটকেরাও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘সিকিম হো়টেল অ্যান্ড রেস্তরাঁ অ্যাসোসিয়েশন’ স্বাগত জানিয়েছে সরকারের এই পদক্ষেপকে। নিয়ম মেনে চলার আশ্বাসও দেওয়া হয়েছে তাদের তরফে। পর্যটকদের সুরক্ষা তাদের কাছে গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়েছে।

গত মার্চ মাস থেকে সে রাজ্যে বাইরের পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয়েছিল। মূলত পর্যটন নির্ভর জায়গা হলেও করোনার জন্য এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tourism sikkim COVID-19 coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE