তিনি যেটাই বানান, সেটাই নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ বারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়া উত্সুক ছিল, এ বারে কী বানাতেন চলেছেন আমেরিকান কেক শিল্পী নাটালিয়ে সাইডসার্ফ? তবে, শেষমেশ সাইডসার্ফ কেক স্টুডিও-র মালিক নাটালিয়ে যেটা তৈরি করে ইন্সটাগ্রামে পোস্ট করলেন, তা দেখে সোশ্যাল মিডিয়া তাজ্জব বনে গেল।
শিল্পীর ছোঁয়ায় নিখুঁত, প্রাণবন্ত ব্রেকিং ব্যাড-এর অন্যতম চরিত্র মাইক এরম্যানট্রট-এর মডেল তৈরি করেছেন তিনি। কিন্তু তাঁর ভক্তরা অবাক হচ্ছেন এরম্যানট্রটকে কী দিয়ে তৈরি করেছে নাটালিয়ে? তিনি এক জন কেক বিক্রেতা। অভিনব কেক বানানোর খ্যাতি রয়েছে বিশ্ব জুড়ে। তা হলে কি এটা কেকর তৈরি? বিশ্বাসই করতে পারছে না সোশ্যাল মিডিয়া। নাটালিয়ে জানান, “গোটা এরম্যানট্রটই কেক। এর ভিতরে রয়েছে ভ্যানিলা এবং সুইস বাটারক্রিমের স্তর। তার ওপর চকোলেটের আস্তরণ রয়েছে। আর বাইরে সুক্ষ্ম কাজে ব্যবহার হয়েছে চকোলেট।” হঠাত্ ব্রেকিং ব্যাডের এই চরিত্রকে নিয়ে কেক বানাতে গেলেন কেন? এটা কি হ্যালোইনের জন্য তৈরি হয়েছে? ভক্তদের এমন প্রশ্নে নাটালিয়ে বলেন, “এএমসি নামে একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছে।” এক নজরে দেখে নেওয়া যাক, তাঁর তৈরি আরও কিছু বিখ্যাত কেকের মডেল।
আরও পড়ুন- পিলে চমকানো খাবারেই লুকিয়ে হ্যালোউইনের মজা
আরও পড়ুন- ভাইফোঁটায় কী দেবেন ভাইকে?