বিবাহের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান অনেকেই। কিন্তু তাই বলে গায়ে আগুন লাগানো? শুনতে অবাক লাগলেও সত্যি। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন এক নবদম্পতি।
হলিউডের বিভিন্ন অ্যাকশন ছবিতে স্টান্ট ডাবল হিসেবে কাজ করেন গ্যাবি জেসপ ও অ্যাম্বর ব্যামবির। কমসূত্রেই আলাপ ও প্রণয়। তাই বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতেও কার্যত সেই হলিউড কায়দাই বেছে নিলেন তাঁরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা পোশাকের কনে হাতে ধরে আছেন একটি জ্বলন্ত ফুলের তোড়া, তার পর সেই ফুলের তোড়া থেকেই আগুন ধরে যাচ্ছে বর-কনের পিঠে।