মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন চমক! ‘টেসলা’ কর্তা এ বার রেস্তরাঁ ব্যবসায় নাম লেখালেন। নাম ‘ডাইনার’। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের সান্টা মনিকা বুলেভার্ডে যাত্রা শুরু করল এই ‘রেট্রো-ফিউচারিস্টিক’ রেস্তরাঁ। ‘স্পেসএক্স’ থেকে ‘স্টার লিঙ্ক’— ইলন যা কিছু করেন, তার মধ্যে অভিনবত্ব থাকেই। ‘ডাইনার’-ও ব্যতিক্রম নয়।
আরও পড়ুন:
নেপথ্য ভাবনা
সময়ের সঙ্গে টেসলার বৈদ্যুতিক গাড়ি উন্নতি করছে। চলতি মাসেই ইলন ভারতে টেসলার বিপণি খুলেছেন। ‘ডাইনার’-এর নেপথ্যে রয়েছে ইলনের দীর্ঘ দিনের ভাবনা। বৈদ্যুতিক গাড়িতে চার্জের প্রয়োজন। কিন্তু চার্জ দেওয়ার জন্য যদি ক্রেতাদের এমন একটি জায়গা করে দেওয়া যায়, যেখানে রথ দেখা এবং কলা বেচা, দুই-ই সম্ভব, তা হলে কেমন হয়? সুযোগ করে দেবে ইলনের রেস্তরাঁ। আমেরিকার অতীতে জনপ্রিয় ‘ড্রাইভ ইন’ সংস্কৃতিকেই ফিরিয়ে আনতে চাইছেন ইলন। ২০১৮ সালে প্রথম তাঁর ভাবনার কথা ব্যক্ত করেছিলেন তিনি। কাজ শুরু হয় ২০২৩ সাল নাগাদ। ‘ডাইনার’-এ গাড়ি চার্জ দেওয়ার সময় ক্রেতারা খাবার খেতে পারবেন। সঙ্গে থাকছে সিনেমা, সঙ্গীত-সহ বিনোদনের নানা মাধ্যম।
কী কী সুবিধা
‘ডাইনার’-এ আপাতত ৭৫ থেকে ৮০টি চার্জিং স্টেশন রয়েছে। অর্থাৎ, টেসলা গাড়ির মালিক সেখানে গাড়ি চার্জ দিতে পারবেন। গাড়িতে বসেই টেসলার প্রযুক্তি ব্যবহার করে খাবারও অর্ডার করতে পারবেন ক্রেতারা। গাড়ি রেস্তরাঁয় প্রবেশ করলেই খাবার তৈরি শুরু হয়ে যাবে। রেস্তরাঁর বাইরে রয়েছে, ৪৫ ফুট দীর্ঘ দু’টি বড় এলইডি পর্দা। গাড়িতে বসে খাবার খেতে খেতেই সেখানে বিনোদন উপভোগ করা যাবে। পর্দায় সিনেমার শব্দপ্রক্ষেপণ নিজের গাড়িতে অটো সিঙ্কড হয়ে যাবে। রেস্তরাঁর অন্দরে রয়েছে ব্যালকনি ডাইনিংয়ের ব্যবস্থা। অর্থাৎ কেউ চাইলে বসেও খেতে পারবেন।
‘ডাইনার’-এ টেসলার গাড়ি চার্জ দেওয়ার পাশাপাশি খাবারও খেতে পারবেন ক্রেতারা। ছবি: এক্স।
চমক একাধিক
জানা গিয়েছে, ‘ডাইনার’-এ খাবার প্রস্তুতি থেকে শুরু করে ক্রেতাদের তা পরিবেশন, প্রতিটি ক্ষেত্রেই নতুনত্বের ছোঁয়া রয়েছে। রেস্তরাঁটি অনেকাংশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করবে। এ ছাড়াও সেখানে ‘টেসলা’ নামাঙ্কিত একটি উপহারসামগ্রীর দোকান রয়েছে। টেসলা-র ‘অপ্টিমাস’ রোবটের একটি নমুনাও রাখা হয়েছে রেস্তরাঁর অন্দরে। সূত্রের দাবি, ইতিমধ্যেই সেই রোবটকে ক্রেতাকে পপকর্ন পরিবেশন করতে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, খাবার পরিবেশন করতেও আগামী দিনে ইলন রোবট ব্যবহার করবেন। উল্লেখ্য, রেস্তরাঁটি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
কী কী পদ
আমেরিকার ফাস্ট ফুড ডাইনিংয়ের সংস্কৃতিকে মাথায় রেখেই ‘টেসলা’ কর্তা তাঁর রেস্তরাঁর মেনু সাজিয়েছেন। সাহায্য করেছেন তারকা রন্ধনশিল্পী এরিক গ্রিনস্প্যান। ‘ডাইনার’-এ পাওয়া যাবে বার্গার, হটডগ, চিজ় স্যান্ডউইচ, ফ্রায়েড চিকেন এবং ওয়াফ্ল। টেসলা রেস্তরাঁর যে ছবি ভাগ করে নিয়েছে, সেখানে দেখা যাচ্ছে খাবারের মোড়কটিকে তাদের চর্চিত গাড়ি ‘সাইবার ট্রাক’-এর আদলে তৈরি করা হয়েছে।
ভারতে কবে
ইলন জানিয়েছেন, প্রথম শাখার জনপ্রিয়তার উপর নির্ভর করে তিনি আমেরিকার বিভিন্ন প্রান্তে ‘ডাইনার’-এর শাখা শুরু করবেন। তার পর বিশ্বের বিভিন্ন দেশ তাঁর পাখির চোখ হতে চলেছে। যেহেতু ভারতে টেসলা যাত্রা শুরু করেছে, তাই ইলন অনুরাগীদের একাংশের মত, ভারতেও ভবিষ্যতে ‘ডাইনার’-এর দেখা মিলতে পারে।