Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Elderly Couples

ছবিগুলি এক ধাক্কায় আপনার অনেকখানি বয়স কমিয়ে দিতে পারে

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তাঁদের জীবনের প্রত্যেকটা দিনই বসন্ত। ফুল ফোটার অপেক্ষায় থাকেন না তাঁরা। সময়ের সারণিতে অনেকটা পথ পেরিয়ে আসায় হয়ত তাঁদের চুল সাদা হয়ে গিয়েছে, কুঁচকে গিয়েছে চামড়া। গাঁটে ব্যাথা, চোখে ছানি।

নিজস্ব প্রতিনিধি
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ১৩:৪৯
Share: Save:

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তাঁদের জীবনের প্রত্যেকটা দিনই বসন্ত। ফুল ফোটার অপেক্ষায় থাকেন না তাঁরা। সময়ের সারণিতে অনেকটা পথ পেরিয়ে আসায় হয়ত তাঁদের চুল সাদা হয়ে গিয়েছে, কুঁচকে গিয়েছে চামড়া। গাঁটে ব্যাথা, চোখে ছানি। বার্ধক্যের চাপে হাতে নিতে হয়েছে লাঠি। এত প্রতিবন্ধকতার মধ্যেও জীবনে খুশি ভরপুর। হাতে গোনা বাঁচার দিনগুলি আর অঙ্কের হিসেবে চালাতে চান না তাঁরা। ‘বুড়ো-বুড়ি’ শব্দকে বুড়ো আঙুল দেখিয়ে এই বয়সে প্রেম কী ভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছেন এই ‘বৃদ্ধ’ দম্পতিরা। সোশ্যাল মিডিয়ায় এই সব ছবি প্রকাশ পেতেই রীতিমতো হিংসে করতে শুরু করেছেন টিনএজাররা। তবে, এই ছবি দেখে অনেকের মত, ‘প্রবীণ’ দম্পতিরা তো সমাজকে প্রায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। বৃদ্ধ মানেই জীবনের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম, অথবা সব সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে একাকিত্বে জীবন কাটানোর ভাবনা পাল্টানোর সময় এসেছে। এদের প্রাণোজ্জ্বল হৃদয় আজ অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবীণদের কাছে। এই ছবিগুলি দেখলে হয়ত আপনারও এক ধাক্কায় অনেকখানি বয়স কমে যেতে পারে!

আরও পড়ন- ‘ছাগল গাছ’-এ পাখির থেকে ছাগল থাকে বেশি। কেন?

আরও পড়ুন- বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে

আরও পড়ুন- পুজোর আখ্যান লেখায় ব্যস্ত নাগরিক কবিয়াল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elderly Couples Oldage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE