জীবাণুনাশক হিসাবে, ঘরদোর পরিচ্ছন্ন রাখতে ব্যবহার হয় রাবিং অ্যালকোহল বা আইসোপ্রোপাইল। জুতোর বিশ্রী গন্ধ দূর করা হোক বা ঘরের দুর্গন্ধ, রাবিং অ্যালকোহল স্প্রে করে দিলেই কাজ হয়। এর সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে যোগ হয় সুগন্ধ। তবে ঘরদোর পরিষ্কারের কাজে ব্যবহার করলেও, কয়েকটি ক্ষেত্রে রাবিং অ্যালকোহল নিয়ে সাবধানতা জরুরি।
দেওয়াল: রঙিন দেওয়াল রাবিং অ্যালকোহল দিয়ে পরিষ্কার করতে গেলে বিপত্তি হতে পারে। অ্যালকোহল থাকায় তা দেওয়ালের রং নষ্ট করতে পারে। বিশেষত শৌখিন দেওয়াল হলে, তা পরিষ্কার রাখতে রাবিং অ্যালকোহল না দেওয়াই ভাল।
আরও পড়ুন:
কাঠের আসবাব: কাঠের আসবাবে পালিশ থাকে। অ্যালকোহলের ব্যবহারে তা উঠে যেতে পারে। রং বিবর্ণ হয়ে যেতে পারে। কাঠের জিনিস পরিষ্কার কাপড় দিয়ে মোছা উচিত। যদি তাতে দাগ হয়ে গিয়ে থাকে তা হলে কাঠের জিনিস পরিষ্কারের জন্য তৈরি দ্রবণ ব্যবহার করতে পারেন।
মার্বেল, গ্রানাইট: পাথরের মেঝে, জিনিসপত্র পরিষ্কারেও রাবিং অ্যালকোহল ব্যবহার না করাই উচিত। এতে পাথরের জেল্লা কমে যেতে পারে। পাথরে খুব সূক্ষ্ম ছিদ্র থাকে। তার মধ্যে অ্যালকোহল প্রবেশ করলে, এর সৌন্দর্যও নষ্ট হতে পারে।
চামড়া: পোশাক, জ্যাকেটের দাগ তুলতেও অনেকে রাবিং অ্যালকোহল ব্যবহার করেন। বিশেষত যে দাগ সাবান দিয়ে ওঠে না, তা চট করে তুলে দেয় রাবিং অ্যালকোহল। তবে তা চামড়া, সিল্কের পোশাক, জ্যাকেটের উপর প্রয়োগ করা উচিত নয়। এই ধরনের জিনিসগুলি অ্যালকোহলের সংস্পর্শে এলে ক্ষতিগ্রস্ত হতে পারে।