Advertisement
২৩ এপ্রিল ২০২৪

Lipstick Tips: পুজোয় নতুন লিপস্টিক কিনবেন? কয়েকটি কথা মনে রাখুন

গায়ের রং যথেষ্ট ফরসা না হলে লাল লিপস্টিক মানাবে না? তা কিন্তু একেবারেই নয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ২১:০১
Share: Save:

পুজোর পোশাক কেনা হয়ে গিয়েছে। এ বার মেকআপের পালা। আর কিছু না হোক, লিপস্টিক তো কিনবেন? পুজোয় দু’টো নতুন লিপস্টিক অন্তত না হলে মন ভাল হয় না। আবার মানানসই লিপস্টিক না কিনতে পারলে সাজ জমে না। ফলে পুজোর লিপস্টিক কেনার আগে কয়েকটি কথা মাথায় রাখুন।

নিজের জন্য একদম ঠিক লিপস্টিকটি বেছে নেবেন কী ভাবে?

একদম মানানসই লিপস্টিকটি বেছে নিতে হলে খেয়াল রাখতে হবে নিজের গায়ের রং ঠিক কেমন। তার সঙ্গে মানিয়েই লিপস্টিক কেনা জরুরি। তার মানে মোটেই সেই ফাঁদে পা দেবেন না যে, গায়ের রং যথেষ্ট ফরসা না হলে লাল লিপস্টিক মানাবে না। তা কিন্তু একেবারেই নয়। সে সব পরামর্শ থেকে একাবের দূরে থাকুন। খেয়াল রাখুন, এক এক ধরনের গায়ের রঙের উপরে এক এক ধরনের লিপস্টিক বেশি খোলে। যেমন হাল্কা সোনালি থেকে বাদামি গায়ের রং যাঁদের, তাঁদের অধিকংশের ঠোঁটেই অতি হাল্কা বা অতি গাঢ় রং সব সময়ে মানায় না। কিন্তু গোলাপি, বাদামি ঘেঁষা বিভিন্ন রং তাঁদের মুখে বেশি খোলে। আবার লাল রং লিপস্টিক হল এমনই একটি জিনিস, যা শুধু গায়ের রং নয়, ব্যক্তিত্বের উপরও নির্ভরশীল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তবে কিছু সংস্থা আজকাল সব রকম গায়ের রঙের সঙ্গে মানাবে, এমন রঙের লিপস্টিপ বার করেছে। বিশেষ করে কমলা বা নীল ঘেঁষা হয় সে সব রং। যে কোনও পোশাক এবং ত্বককেই সে সব লিপস্টিক অন্য মাত্রা দিতে পারে।

একেবারে হাল্কা সাজবেন মানে কোনও লিপস্টিক ব্যবহার করবেন না, এমন যেন না হয়। তাতে অনেক সময়ে সাজ ভেস্তে যায়। এমন ক্ষেত্রে কিনবেন প্রায় দেখা না যাওয়ার মতো কোনও নুড শেডের লিপস্টিক। তবে সেই শেড যেন আপনার চেহারার রঙের থেকে খুব দূরের না হয়। তাতে মুখ উজ্জ্বল হয়ে ওঠার পরিবর্তে আরও কমে যায় ঔজ্জ্বল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE