Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Lifestyle News

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলো

অক্ষয় তৃতীয়া বছরের অন্যতম শুভ দিন। এই দিন যে কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করাকে মঙ্গল মনে করা হয়। তাই অনেকে এ দিন নতুন ব্যবসা শুরু করেন, সোনা কেনেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১৬:৫০
Share: Save:

অক্ষয় তৃতীয়া বছরের অন্যতম শুভ দিন। এই দিন যে কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করাকে মঙ্গল মনে করা হয়। তাই অনেকে এ দিন নতুন ব্যবসা শুরু করেন, সোনা কেনেন। প্রচলিত বিশ্বাস যে, এই দিন কোনও কিছুতে বিনিয়োগ করলে তা চিরস্থায়ী হয়। তবে সোনা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত। জেনে নিন কোন বিষয়গুলো মাথায় রাখবেন।

চেক ফর পিওরিটি

সোনার কেনার সময় কতটা খাঁটি তা যাচাই করে তবেই কিনুন। কারণ এর থেকেই সোনার প্রকৃত মূল্য বিচার হয়। দ্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলমার্ক সোনার অথরাইজড এজেন্সি। হলমার্ক সোনার গয়নায় একটা নম্বর থাকে, বিআইএস স্ট্যাম্প, কত ক্যারাট ও হলমার্কিংয়ের বছর লেখা থাকবে। সেই সঙ্গেই থাকে জুয়েলারের আইন্ডেটিফিকেশন মার্ক। সোনার গয়না কেনার আগে হলমার্ক দেখে নিন। ক্যারাট, ওজন, দাম বিচার করে তবেই কিনুন। ২৪ ক্যারাট মানে ১০০ শতাংশ খাঁটি।

দামের তুলনা করুন

সোনার গয়নার দাম দোকানের উপর নির্ভর করে। তাই কেনার আগে বাজার দর দেখে নিন ভাল করে। কোন দোকানে মেকিং চার্জ কম, কোথায় ছাড় বেশি পাবেন তা ভাল করে জেনে বুঝে নিন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক সোনার দোকানই তাদের মজুরির উপর ছাড় দেয়। যদি সব সময় পরে থাকার গয়না কেনেন তা হলে ১৮ ক্যারাট সোনার গয়না কিনুন।

কী কিনবেন, কী কিনবেন না

সোনা কেনা সব সময়ই ভাল বিনিয়োগ। কিন্তু কী কিনবেন, কী কিনবেন না মাথায় রাখলে সুবিধা হয়। এমন কিছু কিনুন যা থেকে ভবিষ্যতে সবচেয়ে বেশি রিটার্ন পাবেন। ট্র্যাডিশনাল ও সর্বকালীন ডিজাইনের গয়না কেনা সবচেয়ে লাভজনক। একটা হিরের বড় সলিটেয়ার রিং থেকেও ১০০ শতাংশ রিটার্ন পাবেন।

আরও পড়ুন: জেনে নিন অক্ষয় তৃতীয়ার পুজোবিধি ও কিছু তথ্য

সোনার কয়েন বা বিস্কুট কিনে রাখুন

যদি বিনিয়োগের কথা মাথায় রেখে সোনা কিনতে চান তা হলে কয়েন বা বিস্কুট কেনাই বুদ্ধিমানের কাজ। সোনার কয়েনের মেকিং চার্জ সবচয়ে কম, অথচ সোনা বদলের সময় ১০০ শতাংশ মূল্য পাওয়া যায়।

পাথরখচিত গয়না এড়িয়ে চলুন

জরোয়া বা পাথর সেটিংয়ের গয়নার দাম সোনার গয়নার থেকে বেশি হয়। এই সব গয়নার মেকিং চার্জ খুব বেশি হয়। কিন্তু সোনা বদলের সময় পাথর তুলে নিয়ে শুধু সোনার দাম দেওয়া হয়। ফলে গয়নার দামের তুলনায় খুবই কম দাম পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akshaya Tritiya Akshaya Tritiya 2017 Gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE