স্নান করতে গিয়ে কানে জল ঢুকলে অনেক সময়েই তালা লেগে যায়। কানের ভিতর ভোঁ ভোঁ করতে থাকে। ঠিক একই রকম অবস্থা হয় বিমানে চড়লেও। বিমান মাটি ছেড়ে খানিক দূর উড়তে না উড়তেই কানে যেন এক প্রকার তালা লেগে যায়। পাশের জনেরর কথাও ঠিক মতো শোনা যায় না।
যাঁরা বিমানে যাতায়াত করেন, এই সমস্যা তাঁদের কাছে নতুন নয়। বিমানে কান বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই কানে তুলো, ইয়ার প্লাগ গুঁজে রাখেন। তবে এই টোটকা মেনেও সব সময় কাজ হয় না। চটজলদি রেহাই পেতে মেনে চলুন তিন পন্থা!
১) চিকিৎসকেরা বলছেন, কানে তুলো বা ইয়ারপ্লাগ গোঁজা এই সমস্যার সমাধান হতে পারে না। বদলে মুখে চিউইং গাম রাখা যেতে পারে বা অল্প অল্প করে জল খাওয়া যেতে পারে।
২) বিমানে এমন সমস্যা হলে আর একটি উপায়ও মেনে চলতে পারেন। এর জন্য প্রথমে মুখে বাতাস ভরে রাখুন। এ বার নাক বন্ধ করুন। এ বার ধীরে ধীরে ঢোক গেলার চেষ্টা করুন। দেখবেন কানের দিকে চাপ পড়ছে। এই পদ্ধতি মানলেই কানের তালা খুলে যাবে।
৩) আর একটি উপায় হল মুখ বন্ধ করে নিন। এ বার নাক বন্ধ করে বার বার ঢোক গিলতে থাকুন। এই উপায় মেনে চললেও আরাম পাবেন।