ডিসেম্বরের শেষ মানেই পার্টির হাতছানি। বড়দিন থেকে বর্ষ শুরু— দেদার পার্টির মরসুমে কেবল আনন্দে মাতলেই হবে না, বরং জানতে হবে শরীর সুস্থ রেখে আনন্দ করার নিয়ম। শরীরের কথা ভেবে আজকাল অনেকেই মদ্যপানের দিকে বেশি ঝোঁকেন না। সহজে নিয়ন্ত্রণও হারান না।
তবু সমস্যা থেকেই যায়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত মদ্যপান যেমন পার্টির মরসুমে শরীরের ক্ষতি করে, তেমনই নিয়ম না জেনে মদ্যপানের সঙ্গে এমন অনেক খাবার অনেকেই খেয়ে ফেলেন, যা শরীরের ক্ষতি করে।
পার্টির মরসুমে সুস্থ থাকতে তাই এড়িয়ে চলুন সে সব খাবার।