Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Udaipur

জোড়া গিন্নি নিয়ে করবা চৌথ পালন করছেন বিজেপি নেতা! ছবি দিতেই কটাক্ষের বন্যা

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক নেতার করবা চৌথ উদ্‌যাপনের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, দুই স্ত্রীর সঙ্গে একত্রে করবা চৌথ পালন করছেন উদয়পুরের বিজেপি সাংসদ অর্জুনলাল মীনা। সেই ঘিরে শুরু হয়েছে চর্চা!

অর্জুনলালের দুই স্ত্রী, মীনাক্ষী ও রাজকুমারী আবার দুই বোনও।

অর্জুনলালের দুই স্ত্রী, মীনাক্ষী ও রাজকুমারী আবার দুই বোনও। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
উদয়পুর শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৯:০৭
Share: Save:

স্বামীর দীর্ঘায়ু কামনায় করবা চৌথের ব্রত পালন করেন মূলত উত্তর ও পশ্চিম ভারতের হিন্দু স্ত্রীরা। সেই উপলক্ষে সুন্দর সাজপোশাকে অভিনেতা-অভিনেত্রীদের ছবি সমাজমাধ্যমে নজর কাড়ছে। তবে এরই মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক নেতার করবা চৌথ উদ্‌যাপনের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, দুই স্ত্রীর সঙ্গে একত্রে করবা চৌথ পালন করছেন উদয়পুরের বিজেপি সাংসদ অর্জুনলাল মীনা। ছবির বিবরণী দেখে বোঝা যাচ্ছে অর্জুনলালের দুই স্ত্রী, মীনাক্ষী ও রাজকুমারী আবার দুই বোনও।

এই ছবি দেখে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন, ‘‘নেতামশাইয়ের ব্যাপারই আলাদা!’’ কেউ আবার একসঙ্গে দুই বউকে নিয়ে সংসার করা নিয়ে আপত্তি তুলেছেন। কেউ আবার নেতাকে প্রশ্ন করেছেন, ‘‘হিন্দু আইনকে অমান্য করে কী করে নেতামশাই একই ঘরে দুই স্ত্রীকে নিয়ে থাকেন?’’

হিন্দু আইন অনুযায়ী একজনের স্বামী অথবা স্ত্রী জীবিত থাকলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারেন না। কিন্তু অর্জুনলাল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হিন্দু বিবাহ আইনের বিধানগুলি তফসিলি উপজাতিদের জন্য প্রযোজ্য নয়।

কোনও কোনও নেটাগরিক আবার মশকরা করে বলেছেন, ‘‘দুই বউ নেতামশাইয়ের জন্য ব্রত রেখেছেন। তাঁর বয়স নির্ঘাত দ্বিগুণ হয়ে যাবে।’’ কেউ আবার লিখেছেন, ‘‘একেই বলে ‘ভাগ্য’।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udaipur Karwa Chauth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE