এক ঢাল চুল থাকুক বা না থাক, চুলের ঘনত্ব কমে এলে তা কিন্তু ব্যক্তিত্বে ছাপ ফেলে। একটা নির্দিষ্ট বয়সে পৌঁছনোর পর প্রাকৃতিক নিয়মেই চুল হালকা হতে থাকে। তখন অনেকেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মতো চিকিৎসা নয়তো ঘরোয়া উপায়ে টাক রুখতে উঠেপড়ে লাগেন।
তা ছাড়া এমনিতেও সারা বছর চুলের যত্ন নিতে কত কিছুই না করতে হয়। শ্যাম্পু, কন্ডিশনিং, স্পা, আরও কত কিছু। কিন্তু এ সব করেও অনেক সময়ে সমস্যার সমাধান পাওয়া যায় না। তাই সময় ও অর্থ দুটো ব্যয় করতে হয় অনেকটাই। আবার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মতো ব্যয়বহুল ও কষ্টকর চিকিৎসা করাতেও সকলে সক্ষম হন না। আবার বাজারচলতি নানা রাসায়নিক ব্যবহার করতে গিয়ে চুলের ক্ষতি হয়।
কিন্তু রূপবিশেষজ্ঞদের মতে, টাক পড়ে যাওয়ার আগেই সময় থাকতে একটু যত্ন নিলে বয়সজনিত কারণে চুল পাতলা হয়ে আসার সমস্যা কিছুটা এড়ানো য়ায়। চুল ঝরে পড়ার পরিমাণও অনেকটা নিয়ন্ত্রণে আসে এই সহজ সমাধানে। তাঁদের মতে, চুলকে ভাল রাখার অন্যতম সেরা দাওয়াই ক্যাস্টর অয়েল। কেবল চুল ঝরা বা টাক পড়া প্রতিকার করাই নয়, ক্যাস্টর অয়েলের আরও নানাবিধ উপকার রয়েছে। এতেই মিটতে পারে বেশ কিছু চুলের সমস্যা। চুলের ঠিক কোন কোন সমস্যা সমাধানে সাহায্য করবে ক্যাস্টর অয়েল, জানেন?