এখনও বাইরে গিয়ে কাফে-বেস্তঁরায় আড্ডা দিতে ভয় পাচ্ছেন? বাড়িতেই তৈরি করে নিন না আড্ডার পরিবেশ। রেস্তঁরার মতোই সুন্দর হতে পারে সেই আয়োজন। শুধু বাড়ির কয়েকটি কোণের আলোর দিকে মন দিন। বন্ধুরা বাড়িতে পৌঁছনোর আগে সযত্নে তৈরি করুন এক মোহময় আবহ। কাজের চাপে সময় হবে না ভাবছেন? এমন পরিবেশ তৈরি করতে হাতে সময় নয়, মনের ইচ্ছেই বেশি জরুরি। একটু ভেবেচিন্তে আলো বসালেই বদলে যেতে পারে আপনার ঘরের চেহারা।
কী করবেন?
যে ঘরে অতিথিদের বসার ব্যবস্থা করবেন, সেখানকার আলোর আয়োজনে একটু নজর দিন। জোরাল আলো সব সময়ে ভাল লাগে না হইহুল্লড়ের মধ্যে। তা ছাড়া, রেস্তঁরার মতো সাজাতে হলে তেমন আলো থাকলে তো চলবেও না। ফলে খেয়াল রাখুন, আড্ডার ঘরে যেন শুধু সাদা টিউবলাইট না থাকে।