ঘাম, রাস্তার ধুলো-ময়লা, মাথার ত্বক থেকে বেরনো তেল সব মিলেমিশে চিটচিটে চুলের সমস্যা নতুন নয়। দু’-এক দিন অন্তর শুধু শ্যাম্পুই নয়, কন্ডিশনারও চুলের জন্য খুব প্রয়োজনীয়। শ্যাম্পুর পরে কন্ডিশনিং করা কোনও নতুন কথা নয়। অনেকে আধুনিক নিয়মে রিভার্স কন্ডিশনিংয়েও বিশ্বাসী।
তার উপর আজকাল চুলে অনেকেই হেয়ার স্প্রে, জেল ও হিট প্রোডাক্ট ব্যবহার করেন। এর রাসায়নিক উপাদেনও চুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তাই চুলের যত্নে যতটা সম্ভব রাসায়নিক পদার্থ এড়িয়ে চলাই ভাল। বাজারচলতি নানা কন্ডিশনারেও রাসায়নিক উপাদানের বাড়বাড়ন্ত তাকে। যা ত্বকের নানা ক্ষতিও ডেকে আনে।
তা ছাড়া এ সব কন্ডিশনার চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব শুষে নিয়ে চুলকে রুক্ষও করে তোলে। তাই সে সব সমস্যা থেকে বাঁচতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন হেয়ার কন্ডিশনার। কিন্তু তার পদ্ধতি জানেন কী? সহজলভ্য উপাদান ও পকেটসই দামে বাড়িতেই বানিয়ে ফেলুন কিছু কন্ডিশনার।