Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Vitamin C

Oral Health: দাঁতের গোড়া থেকে রক্ত পড়ছে? খাবার বদলান

এই রক্তপাতের প্রধান কারণ ভিটামিন সি-এর অভাব। তাই দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে, এমন খাবার বেশি করে খান, যাতে ভিটামিন সি আছে।

দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার কারণ কী?

দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার কারণ কী? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৯:২৫
Share: Save:

এমনিতে দাঁতের গো়ড়ায় কোনও সমস্যা নেই। কিন্তু হঠাৎ দাঁত মাজতে গিয়ে দেখলেন, রক্ত পড়ছে। এমন সমস্যা অনেকেরই হয়। দাঁত গোড়া খুবই স্পর্শকাতর। সামান্য প্রদাহ থেকেই এখানে বড় সংক্রমণ হয়ে যেতে পারে। অনেকটা রক্তপাতও হতে পারে। এমন অবস্থা চলতে থাকলে দাঁতের ক্ষতি হয়। অকালে দাঁত পড়ে যেতে পারে। শুধু তাই নয়, এই সংক্রমণ বড় অসুখও ডেকে আনতে পারে।

দাঁতের গোড়া থেকে রক্ত পড়া মানে, প্রথমেই চিকিৎসকের কাছে ছুটতে হবে— এমনটাও নয়। এর অন্যতম কারণ শরীরে কয়েকটি ভিটামিনের ঘাটতি। কিছু কিছু খাবার এই ঘাটতি পূরণ করতে পারে। দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে কী কী খাবেন?

এই রক্তপাতের প্রধান কারণ ভিটামিন সি-এর অভাব। তাই দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে, এমন খাবার বেশি করে খান, যাতে ভিটামিন সি আছে। লেবু, পেয়ার, আপেল, আনারস— এগুলি খেতে পারেন।

আরও একটি কথা মনে রাখা দরকার, ধূমপানের অভ্যাস শরীরে ভিটামিন সি-এ পরিমাণ কমিয়ে দেয়। ফলে যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁদের দাঁতের গোড়া থেকে রক্ত পড়তে পারে। এই অভ্যাস ত্যাগ করলে, সমস্যা কমবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE