Advertisement
E-Paper

আধার কার্ডে ঠিকানা বদলানো যাবে বিনামূল্যেই, কত দিন অবধি সময়? কী ভাবে করবেন?

বাড়ি বদলালে বা ঠিকানা বদল হলে, ফের আধার কার্ডে নতুন ঠিকানা যুক্ত করা ঝক্কির ব্যাপার। কিন্তু এখন অনলাইনেই তা সহজে করা সম্ভব। জানুন কী ভাবে করবেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫২
Want to update your address in your Aadhaar, here are the process

আধার কার্ডে ঠিকানা বদল করবেন কী ভাবে? ফাইল চিত্র।

আধার কার্ড নিয়ে অনেকেই নানা সমস্যায় পড়েন। আধারে অনেক সময়ে ভুল নাম, ঠিকানা বা ফোন নম্বর যুক্ত হয়ে যায়। অথবা বাড়ি বদলালে বা ঠিকানা বদল হলে, ফের আধার কার্ডে নতুন ঠিকানা যুক্ত করা ঝক্কির ব্যাপার। কিন্তু এখন অনলাইনেই তা সহজে করা সম্ভব। আধার কার্ড বিষয়ক নিয়ামক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই)-র তরফে জানানো হয়েছে, আগামী বছর ১৪ জুন অবধি আধার কার্ডে নাম বা ঠিকানা বদল করা যাবে বিনামূল্যে। কী ভাবে তা করতে হবে জেনে নিন।

ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আধার সেল্ফ-সার্ভিস পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে আধার নম্বর, ক্যাপচা এবং ওটিপি-র মাধ্যমে লগ ইন করতে হবে। এ বার যা যা নথি আপলোড করার তা করে নিতে হবে।

ঠিকানা বদলাতে গেলে কী কী করবেন?

আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (at myaadhaar.uidai.gov.in) যান।

সেখানে ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এর বোতাম ক্লিক করুন।

আধার নম্বর চাইবে। ১২ সংখ্যার আধার নম্বর দিন।

মোবাইলে একটি লিঙ্ক এবং ওটিপি আসবে।

ওটিপি বসিয়ে লিঙ্কে ক্লিক করুন। সেখান থেকে ‘প্রসেস টু আপডেট অ্যাড্রেস’-এ যান।

নতুন ঠিকানা বসান। আপনার কাছে প্রমাণপত্র চাইবে। সেটি পিডিএফ ফরম্যাটে বা ছবি হিসেবে আপলোড করতে পারেন।

এর পর একটি এসআরএন নম্বর আসবে। সেটি আপনার কাছে রেখে দিন।

Aadhar card Aadhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy