Advertisement
২৭ মার্চ ২০২৩
Wedding Gift Ideas

সামনে অনেক বিয়েবাড়ি? ৫০০ টাকার মধ্যে কী কী উপহার দিয়ে প্রিয়জনের মন জয় করতে পারেন?

উপহারের মাধ্যমেই মানুষের রুচির যথার্থ পরিচয় মেলে। তাতে থাকতে হবে ভাবনার ছোঁয়াও। বিয়ের মরসুমে কোন কোন জিনিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়, রইল তার সুলুকসন্ধান।

উপহারের মধ্যে দিয়েই মানুষের রুচির যথার্থ পরিচয় মেলে।

উপহারের মধ্যে দিয়েই মানুষের রুচির যথার্থ পরিচয় মেলে। ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৯:৪৭
Share: Save:

বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু বা সহকর্মী, বিয়ে যাঁরই হোক না কেন, কী উপহার দেবেন, তা নিয়ে সকলেরই মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়। কার কী কী পছন্দ, কাকে কী ধরনের উপহার দেওয়া যাবে, সেই ভাবনা তো আছেই। তার উপর যদি মাসের শেষ হয়, তা হলে তো পকেটের দিকটাও দেখতে হয়।

Advertisement

উপহারের মধ্যে দিয়েই মানুষের রুচির যথার্থ পরিচয় মেলে। উপহারে থাকতে হবে ভাবনার ছোঁয়াও। বিয়ের মরসুমে কোন কোন জিনিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়, রইল তারই সুলুকসন্ধান।

বিশেষ ভাবে বানানো উপহার: ইদানীং প্রিয়জনের ছবি দেওয়া কফি মগ, টি-শার্ট, ঘড়ি, কুশন, ঘড়ি, হ্যান্ডব্যাগ কিংবা ব্রেসলেটে তাঁদের নাম বা ছবি দিয়ে বিশেষ ভাবে বানানো যায়। কম খরচেও এই ধরনের উপহারের মধ্যে থাকে নতুনত্ব।

দেওয়াল ঘড়ি: পকেটে টান আছে? এ ক্ষেত্রে ভাল উপহার দিতে হলে দেওয়াল ঘড়ি থাকতেই পারে আপনার পছন্দের তালিকায়। একটু ভিন্ন ধাঁচের দেওয়াল ঘড়ি উপহার দিয়ে মন জয় করুন প্রিয়জনের।

Advertisement

ল্যাম্পশেড: শীতকাল জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে মেলা চলছে। মেলায় খুব সুন্দর সুন্দর ল্যাম্প পাওয়া যায়। দাম চড়া বললেও একটু দরদাম করলেই সাধ্যের মধ্যে পেয়ে যাবেন পছন্দসই ল্যাম্পশেড।

ব্যস্ত রুটিনে উপহার হিসাবে ভাউচারের চল বেশ বেড়েছে।

ব্যস্ত রুটিনে উপহার হিসাবে ভাউচারের চল বেশ বেড়েছে।

উপহারের ভাউচার: বলা যেতে পারে, বর্তমানে ব্যস্ত রুটিনে উপহার হিসাবে ভাউচারের চল বেশ বেড়েছে। যে কোনও ই-কমার্স ওয়েবসাইটের বা ব্র্যান্ডের ভাউচার উপহার দিন। সুদৃশ্য খামে ভরে সেই উপহার কিন্তু প্রিয়জনের মন জয় করবেই।

চারাগাছ: যাঁর জন্য উপহার কিনছেন, তাঁর যদি বাগানের শখ থাকে, তা হলে তাঁকে চারাগাছ উপহার দিতেই পারেন। পরিবেশবান্ধব এই উপহার দিয়েই মন জয় করুন প্রিয়জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.