সম্প্রতি সরকার জানিয়ে দিয়েছেন, বাড়িতে কোভিড রোগী থাকলে রেমডেসিভির ওষুধ রাখার প্রয়োজন নেই। বিশেষ করে মৃদু উপসর্গের ক্ষেত্রে কোনও রকম স্টেরয়েডযুক্ত ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। তা হলে কী ধরনের ওষুধ রাখবেন ঘরের ওষুধের বাক্সে। কী ভাবেই বা সামাল দেবেন হঠাৎ কোনও বাড়াবাড়ি হলে? জেনে নিন যাবতীয় তথ্য।
১। যদি সংক্রমণের প্রভাব সামান্য হয়, তা হলে সাধারণ ফ্লুয়ের মতোই চিকিৎসার প্রয়োজন। ফলে অল্প জ্বর, কাশি, গা ব্যথার জন্য প্যারাসিটামল রাখুন।
২। ভিটামিন সি, বি কমপ্লেক্স, ডি থ্রি এবং জিঙ্ক ট্যাবলেট রাখা প্রয়োজনীয়। পাশাপাশি চাই পুষ্টিকর খাবারও।