অবশেষে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফুসফুসের জোর বাড়বে। প্রতিরোধশক্তি বাড়বে। অনেক ধরনের রোগের আশঙ্কা কিছুটা দূরে থাকবে। চোখ ভাল থাকবে। এ সব কথা হয়তো জানতেন। সে কারণেই ধূমপান ছাড়ার ইচ্ছাও হয়েছে। কিন্তু তার সঙ্গে আরও একটি বড় পাওনা থাকে। তা হল রূপ। ধূমপান ছাড়ার পরে অনেকেরই চেহারায় তা প্রকাশ পায়। ত্বক-চুল সুন্দর হয়ে ওঠে বলে খেয়াল করা গিয়েছে।
ধূমপানের প্রভাবে শরীরে ভিতরে যেমন অনেক ধরনের অস্বস্তি তৈরি হতে পারে, তেমন তার ছাপ পড়ে চেহারাতেও। ত্বকের ক্ষতি করে এই অভ্যাস। কিন্তু ধূমপান ছাড়ার কিছু দিনের মধ্যেই ফিরতে থাকে ত্বকের জেল্লা। ত্বকের উপরে তৈরি হওয়া কালচে দাগ সরে যায়। চেহারা হয়ে ওঠে ঝলমলে।