হোয়াটস্অ্যাপের গ্রুপ চ্যাটে কোনও জরুরি মেসেজ পরে ভাল করে দেখবেন বলে ভেবে রেখেছেন। পরে বেমালুম ভুলে গেলেন। যখন মনে পড়ল তখন তাড়াহুড়োয় শয়ে শয়ে মেসেজের ভিড়ে তা আর খুঁজেই পেলেন না। তেমনই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন হোক বা অফিসের কোনও জরুরি বার্তা, যা একবার দেখে ভুলেই গিয়েছেন এবং পরবর্তীতে সমস্যায় পড়েছেন, এমন ঘটনাও কম নয়। রোজের ব্যস্ততায় সব কিছু মনেও থাকে না। এই মনে করিয়ে দেওয়ার দায়িত্বই নিচ্ছে হোয়াটস্অ্যাপ। এসেছে নতুন ফিচার ‘হোয়াটস্অ্যাপ মেসেজ রিমাইন্ডার’ যা সময় ধরে গুরুত্বপূর্ণ চ্যাটগুলি আপনাকে মনে করিয়ে দেবে।
কী বিশেষত্ব এই ফিচারের?
ফিচারটি আপাতত আইফোন ব্যবহারকারীদের জন্য এসেছে। আইওএস ভার্সন ২৫.২৫.৭৪-এ ফিচারটির সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য খুব তাড়াতাড়ি ফিচারটি নিয়ে আসা হবে বলে হোয়াটস্অ্যাপ সূত্রে খবর, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।
নতুন ফিচারের সবচেয়ে বড় বিশেষত্ব হল সেটি অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো কাজ করবে। এতে অ্যাকশন মোড রয়েছে। সেখানে গিয়ে যে মেসেজটি আপনি মনে রাখতে চান, সেটিতে ‘রিমাইন্ডার’ দিয়ে রাখতে হবে। যেমন ফোনে আপনি রিমাইন্ডার সেট করেন, তেমনই হোয়াটস্অ্যাপ মেসেজের ক্ষেত্রেও তা করা যাবে। রিমাইন্ডার সেট হওয়ার পরে হোয়াটস্অ্যাপ নির্দিষ্ট দিনে বা সময়ে গিয়ে নোটিফিকেশন দেবে। একটি বেল আইকন আসবে। সেখানে ক্লিক করে সেই মেসেজটি পড়া যাবে। ফের চ্যাটে ঢুকে মেসেজ স্ক্রল করার প্রয়োজন হবে না। সরাসরি মেসেজটি স্ক্রিনে ভেসে উঠবে। যদি কোনও ছবি বা অডিয়ো, ভিডিয়ো থাকে, তা হলে সেটিও স্ক্রিনে দেখাবে।
আরও পড়ুন:
কতটা সুবিধা হবে?
১) হোয়াটস্অ্যাপে প্রতি দিন শয়ে শয়ে মেসেজ ঢোকে। তার মধ্যে জরুরি চ্যাট হারিয়ে যায় প্রায়শই। মেসেজ রিমাইন্ডারে আপনি একটি নির্দিষ্ট সময় বা তারিখ সেট করতে পারবেন, যখন আপনাকে সেই মেসেজটি দেখানো হবে।
২) বন্ধুদের সঙ্গে করা প্ল্যান বা পরিবারের সদস্যদের জরুরি কথা মনে করিয়ে দেবে রিমাইন্ডার।
৩) অফিসের কাজের ডেডলাইন বা জরুরি তথ্য পাঠানোর সময় ও তারিখও মনে করাবে রিমাইন্ডার।
আরও একটি সুবিধা হল, আপনি যে রিমাইন্ডার সেট করছেন, তা আর কেউ বুঝতে পারবে না। শুধু মেসেজের বেল আইকনটি আপনিই দেখতে পাবেন। এতে গ্রাহকের গোপনীয়তা বজায় থাকবে।