Advertisement
E-Paper

অজানা নম্বর থেকে মেসেজ, লিঙ্ক আসা বন্ধ হবে, প্রতারণা থেকে বাঁচতে নতুন ফিচার আনল হোয়াট্‌সঅ্যাপ

নতুন ফিচারটি আপডেট করলেই আপনি সুরক্ষিত থাকবেন। অজানা নম্বর থেকে আসা লিঙ্ক,মেসেজ থেকে প্রতারিত হওয়ার ভয় থাকবে না। সাইবার প্রতারণা থেকে বাঁচতে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এল হোয়াট্‌সঅ্যাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮
Whatsapp Launches Strict Account Settings, what are the benefits of this new feature

প্রতারিত হওয়ার ভয় থাকবে না, জানুন হোয়াট্‌সঅ্যাপের নতুন ফিচারের সুবিধা কী কী? ছবি: এআই সহায়তায় প্রণীত।

হোয়াটস্‌অ্যাপের মাধ্যমেই প্রতারণার জাল সবচেয়ে বেশি ছড়িয়েছে। কেন্দ্রের রিপোর্টে একাধিক বার সতর্ক করে বলা হয়েছে, বিপুল লাভের হাতছানি, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অথবা অচেনা নম্বর থেকে লিঙ্ক বা মেসেজ পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষকে। আমজনতার অধিকাংশই হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করেন। ফলে এই মাধ্যমে ম্যালঅয়্যার ছড়িয়ে ফোনের নিরাপত্তা ব্যবস্থা তছনছ করে দেওয়া সম্ভব। একই ভাবে ফোনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াও সহজ। তাই এই প্রতারণা থেকে বাঁচতে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে মেটা।

হোয়াট্‌সঅ্যাপ এনেছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট ফিচার’ সেটিংস। এই ব্যবস্থা চালু থাকলে, অজানা বা অচেনা নম্বর থেকে ফোন, ভিডিয়ো বা অডিয়ো কল আসা বন্ধ হবে। অচেনা নম্বর থেকে লিঙ্ক পাঠিয়ে কেউ প্রতারণা করতে পারবে না। মেটা জানিয়েছে, হোয়াটস্‌অ্যাপে এই ফিচারটি চালু করে রাখলে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরির ভয়ও থাকবে না।

কী কী নিরাপত্তা দেবে নতুন ফিচারটি?

নতুন সেটিংসে অজানা নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে।

ফোন কলের সময় আপনার অবস্থান বা আইপি অ্যাড্রেসে যাতে কেউ নজরদারি না চালাতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

হোয়াটস্‌অ্যাপে ‘ফিশিং লিঙ্ক’ পাঠিয়ে প্রতারণা অনেক বেড়েছে। অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্ক ক্লিক করলেই ম্যালঅয়্যার ঢুকে যাচ্ছে ফোনে। ফলে হ্যাকারেরা সহজেই আপনার ফোনের নিরাপত্তায় বড়সড় ফাটল তৈরি করে ফেলছে। নতুন ফিচারে অজানা বা অচেনা নম্বর থেকে লিঙ্ক আসা বন্ধ হবে। একই সঙ্গে কোনও লিঙ্ক যদি সন্দেহজনক মনে হয়, তা হলে আগাম সতর্কবার্তাও পাবেন াপনি।

প্রতারকেরা যদি কোনও সূত্র ধরে আপনার ফোনের দখল নেওয়ার চেষ্টা করে বা ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা হয়, তা হলে সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার ফোন সুরক্ষিত থাকবে।

আপনার পরিচিত নন, এমন কেউ কোনও ছবি, ভিডিয়ো বা ডকুমেন্ট পাঠালে তা স্বয়ংক্রিয় ভাবে ব্লক হয়ে যাবে। এতে ক্ষতিকারক ফাইল বা ম্যালঅয়্যারের ফোনে ঢোকার পথ বন্ধ হবে।

'স্ট্রিক্ট মোড' চালু করলেই টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হয়ে যাবে।

এই সেটিংস চালু থাকলে আপনার অনুমতি ছাড়া যে কেউ আপনাকে অচেনা কোনও গ্রুপে যোগ করতে পারবেন না।

কী ভাবে নতুন ব্যবস্থাটি চালু করবেন?

প্রথমে হোয়াট্‌সঅ্যাপ আপডেট করে নিন।

এর পর হোয়াট্‌সঅ্যাপের সেটিংস অপশনে যান।

সেখানে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

এ বারে স্ক্রল করে ‘অ্যাডভান্সড’ সেকশনে যেতে হবে।

সেখানে গিয়ে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ অথবা ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ চালু করে দিন। আপনাকে ৬ সংখ্যার পিন নম্বর দিতে হবে।

WhatsApp Cyber Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy